Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় ইসরাইলের বিমান হামলা

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে ৬০ জনকে হত্যার তিনদিনের মধ্যে আবারও ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার মধ্যরাতের পর ওই বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে দখলদার দেশটি। ইসরাইলের সেনাবাহিনীর দাবি তাদের স্দেরত শহরের একটি ভবন লক্ষ্য করে গাজা থেকে গুলি ছোঁড়া হলে বিমান হামলা চালানো হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে হামলার পর ট্রাকে করে ওই এলাকা ছেড়ে গেছে অনেকে। ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরাইল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। এবারের কর্মসূচির শেষ ২ দিনে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে বিক্ষোভ জোরালো হয়ে উঠলে ৬০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী। আহত হয় ২৭০০ মুক্তিকামী। নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় স্বাধীন তদন্তের আহŸান জানিয়েছে জাতিসংঘ। এই আহŸান উপেক্ষা করে ফিলিস্তিনের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার গাজা শহর থেকে ইসরাইলের সেদরুত শহরের একটি ভবন লক্ষ্য করে মেশিনগানের গুলি ছোঁড়া হয়। তাতে কেউ হতাহত হয়নি। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ