Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইফুলের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার বারংগাইল গ্রামের মরহুম জহির উদ্দীনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬) দীর্ঘদিন কিডনি রোগে ভুগছেন। বর্তমানে সিরাজগঞ্জে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসাতালের ডা. জাকির হোসেনের অধীনে চিকিৎসাধীন। ডাক্তার জানান, সাইফুলের ২টি কিডনিই নষ্ট হয়ে গেছে, তাকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন জরুরি। এতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। এছাড়াও তার ডায়ালাইসিস করতে প্রতি মাসে প্রায় ৮০ হাজার টাকা লাগছে।
সাইফুল দরিদ্র পরিবারের সন্তান। বাবা-মা হারা এতিম। জয়পুরহাটে একটি মেডিসিন কোম্পানিতে রিপ্রেজেনটেটিভ কাজ করতো। দীর্ঘদিন নিজের চিকিৎসা খরচ চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পরে। কোম্পানি থেকেও কোন প্রকার সহযোগিতা পাননি। তাই বাধ্য হয়ে সমাজের বিত্তবান, হৃদয়বান দানশীল ও দয়াবান ব্যক্তিদের কাছে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্যে পাঠানোর ঠিকানা-
মো. সাইফুল ইসলাম
হিসাব নং ২৬০১২০২৭৯৩৭৬৩০০১
ব্র্যাক ব্যাংক, জয়পুরহাট শাখা,
মোবাইল : ০১৭৩৩-৮৯৪২৮০, ০১৭১৬-১২৮৪৭৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাইফুলের চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ