গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রমজান আসায় এই দলের ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার গভীর রাত থেকে গতকাল (বৃহস্পতিবার) ভোর পর্যন্ত নগরীর বায়েজিদ বোস্তামী ও কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চারজন হলো- খোরশেদ আলম (৩৫), আনোয়ার হোসেন (৩০), মোঃ সুমন (৪২) এবং বশির আহম্মদ ওরফে রনি (৩১)। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আটকের পর ছিনতাইকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের ছিনতাইয়ের কৌশল সম্পর্কে জানতে পেরেছি। এই দলের সঙ্গে যুক্ত ছিনতাইকারীরা সন্ধ্যার পর বের হয়। নির্জন স্থানে একা পথচারী কিংবা রিকশাযাত্রী পেলে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে। ওসি জানান, বুধবার রাতে নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজারের সামনে থেকে সুমন, আনোয়ার ও রনিকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী খোরশেদকে ভোরে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি এলজি, দুইটি কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।