Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে সনদপত্র বিতরণ

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই শহীদ মোয়াজ্জাম নৌ ঘাঁটি রিক্রিয়েশন বিনোদন কেন্দ্রে বৃহস্পতিবার রাতে ১৯তম নৌ স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র বিতরণ ও তাঁবুজলসা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন সহকারী নৌ প্রধান (অপারেশন্স)। বিশেষ অতিথি ছিলেন বেগম রেহানা আক্তার, উপদেষ্টা বাংলাদেশ নৌ পরিবার কল্যাণ সংঘ কেন্দ্রীয় কমিটি, বিএনএফডব্লিউএ কাপ্তাই শাখার ডেপুটি চেয়ারম্যান হুমায়রা আফজাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন এএসএম আফজালুল হক, ট্যাজ পিএসসি, বিএন। বেসিক কোর্সের রিপোর্ট পেশ করেন কোর্স লিডার ও আঞ্চলিক সম্পাদক মশিউর রহমান। কোর্স সম্পন্নকারী ৪৪ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি বলেন নৌ স্কাউটগন নৌবাহিনীর সুনাম রক্ষা রক্ষা করে চলছে। এরা হলো দেশের গৌরব। কাপ্তাই বিএন স্কুল জেলা পর্যায়ে যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তার জন্য তিনি প্রতিষ্ঠানের সব দায়িত্বপ্রাপ্তের ভূয়সী প্রসংসা করেন। তাঁবুজলসায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএন স্কুলের প্রিন্সিপাল কমান্ডার এম রুহল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ নৌ ঘাঁটির অফিসাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাপ্তাইয়ে সনদপত্র বিতরণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ