Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

জেমিকেই বেছে নিল বাফুফে

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ফুটবল দলে যুক্ত হলেন ব্রিটিশ কোচ। নতুন এই কোচের নাম জেমি ডে। তার জীবন বৃত্তান্ত দেখে বোঝা গেল অভিজ্ঞতায় স্বয়ং সম্পূর্ণ তিনি। সব কিছু ঠিক থাকলে মাত্র ৩৮ বছর বয়সী জেমি ডে’র সঙ্গে খুব শিগগিরই চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে চুক্তির আগে তাকে গণমাধ্যমের মুখোমুখী করবে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। আগামীকাল এই কোচ সম্পর্কে যাবতীয় তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরবে বাফুফে। তবে তার আগেই উইকিপিডিয়া ঘেটে জেমি ডে সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেল। যেখানে উল্লেখ আছে, খুব অল্প বয়সেই ইংল্যান্ডের লিলস হল ন্যাশনাল স্পোর্টস সেন্টারে যোগ দেন জেমি। পরবর্তীতে ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৮ পর্যায়ের ফুটবল খেলেন এবং আর্সেনালের সঙ্গে পেশাদারী চুক্তিও করেন। তবে ইনজুরির জন্য খেলোয়াড় হিসেবে ফুটবল ক্যারিয়ারটাকে খুব বেশিদূর এগিয়ে নিতে পারেননি তিনি। ১৯৭৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী জেমি তাই কোচিংকেই পেশা হিসেবে বেছে নেন। নিয়োগ পান আর্সেনাল এফসি এবং শার্লটন অ্যাথলেটিকের যুব দলের কোচ। কোচিং ক্যারিয়ারে ইডি হাউ এবং আর্সেন ওয়েঙ্গারের সঙ্গেও কাটিয়েছেন। উয়েফা ‘এ’ লাইন্স পেয়ে ২০০৯ সালে সিনিয়র কোচ হন। পেশাগত জীবনে ২০১৩ সালে কনফারেন্স সাউথ ক্লাবকে শিরোপা এনে দেন এবং দলটিকে প্রিমিয়ারে তুলেন। পরে ২০১২-’১৩ মৌসুমে গিলিংহ্যাম এফসির মতো দলে প্রথমবার ম্যানেজার হিসেবে দায়িত্ব পান। সম্প্রতি সহকারী ম্যানেজার হিসেবে কাজ করেছেন ব্যারো এএফসিতে।
পাঁচ ফুট সাত ইঞ্চি দীর্ঘ এই মিডফিল্ডার ইংল্যান্ডের জাতীয় অনূর্ধ্ব-১৬, ১৭ ও ১৮ দলে খেলেছেন। ১৯৯৭ সাল থেকে ক্যারিয়ার শেষের পুর্ব মুহূর্ত পর্যন্ত গোল করেছেন ২৬টি। ১৯৯৭-’৯৯ সালে আর্সেনালে থাকলেও একাদশের বাইরে ছিলেন। পরবর্তীতে বর্নমাউথে গিয়ে ২০ ম্যাচে এক গোল পান। ক্যারিয়ারে ডোভার অ্যাথলেটিক, ওয়েলিং ইউনাইটেডের মতো দলে খেলেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ