নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : আর মাত্র ২৭ দিন বাকি। এরই মধ্যে স্কোয়াড ঘোষনা শুরু করে দিয়েছে অংশ নেয়া দলগুলো। রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। কোচ গ্যারেথ সাউথগেটের দলে নতুন মুখের চমক আছে। সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা লিভারপুলের ১৯ বছর বয়সী রাইটব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড।
ইংলিশদের সেরা গোলরক্ষক ওয়েস্টহ্যামের ৩১ বছর বয়সী তারকা জো হার্টকে রাখা হয়নি ২৩ সদস্যের মূল স্কোয়াডে। এমনকি আর্সেনালের সেরা মিডফিল্ডার ২৬ বছর বয়সী জ্যাক উইলশেরকেও বাদ দেওয়া হয়েছে বিশ্বকাপের স্কোয়াড থেকে।
রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ড রয়েছে ‘জি’ গ্রæপে। তাদের অন্য তিন প্রতিপক্ষ বেলজিয়াম, পানামা এবং তিউনিশিয়া। আগামী ১৮ জুন বাংলাদেশ সময় রাত ১২টায় তিউনিশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। এদিকে, অভিজ্ঞদের নিয়ে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে উরুগুয়ে। কোচ অস্কার তারাবেজের দেওয়া দলে কোনো চমক নেই। মূল দল সাজাতে খুব একটা কষ্ট করতে হবে না তাকে। প্রাথমিক স্কোয়াডে আছেন সেরা দুই তারকা বার্সার লুইস সুয়ারেজ এবং পিএসজির এডিনসন কাভানি। বিশ্বকাপে উরুগুয়ে আছে ‘এ’ গ্রæপে। তাদের গ্রæপেই পড়েছে আয়োজক ও স্বাগতিক রাশিয়া। এছাড়া, বাকি দুটি দল হলো সউদী আরব এবং মোহাম্মদ সালাহর মিশর। এই গ্রæপের খেলা মোটামুটি জমবে বলাই যায়। আগামী ১৫ জুন সালাহর মিশরের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।
ইংল্যান্ড চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক : জ্যাক বুটল্যান্ড, জর্ডান পিকফোর্ড, নিক পোপ। ডিফেন্ডার : ফিল জোনস, গ্যারি কাহিল, কাইল ওয়াকার, কাইরন ট্রিপিপিয়ার, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড, ড্যানি রোজ, অ্যাশলে ইয়ং, জন স্টোনস, হ্যারি ম্যাগারি। মিডফিল্ডার : এরি ডিয়ার, জর্ডান হেন্ডারসন, ফ্যাবিয়ান ডেলফ, রুবেল লুফটাস-চিক, জেসি লিনগার্ড, ডেলে আলি। ফরোয়ার্ড : হ্যারি কেন, মার্কাস রাশফোর্ড, জেমি ভার্ডি, রহিম স্টার্লিং, ড্যানি ওয়েলবেক।
উরুগুয়ের প্রাথমিক স্কোয়াড
গোলরক্ষক : ফার্নান্দো মোসেলার, মার্টিন সিলভা, মার্টিন কাম্পানা। ডিফেন্ডার : ডিয়েগো গডিন, সেবাস্তিয়ান কোটস, জোস মারিয়া গিমেনেজ, ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা, গাস্টন সিলভা, মার্টিন ক্যাসেয়ার্স, গিলারমো ভেরেলা। মিডফিল্ডার : নাহিয়ান নান্দেজ, লুকাস টোরেইরা, মাতিয়াস ভিসিনো, ফেডেরিকো ভালভারদে, রদ্রিগো বেন্টানকুর, কার্লোস সানচেজ, ডি অ্যারাসকাটা, দিয়েগো লেকোল্ট, ক্রিশ্চিয়ান রদ্রিগেজ, জোনাথন উরেত্যাভিসায়া, নিকোলাস লোডিরো, গাসন রামিরেজ। ফরোয়ার্ড : ক্রিশ্চিয়ান স্টুয়ানি, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, এডিনসন কাভানি এবং লুইস সুয়ারেজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।