Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের আবাহনীর গোল উৎসব

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া হকির মর্যাদাপূর্ণ আসর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগে ফের গোল উৎসবে মেতেছে ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল দুপুরে মওলানা ভাসানী জাতীয় দিনের প্রথম ম্যাচে আবাহনী ১৩-০ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে। বিজয়ী দলের হয়ে কৃষ্ণ কুমার তিনটি, তাজউদ্দিন আহমেদ,আরশাদ হোসেন, গুনাসেকার মালায়ালান ও মোহাম্মদ মহসিন দু’টি এবং সোহানুর রহমান সবুজ ও মুুসা মিয়া একটি করে গোল করেন। একই মাঠে বিকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ৫-৩ গোলে হারায় পুলিশ হকি ক্লাবকে। অ্যাজাক্সের লক্ষিন্দর সিং দু’টি এবং ইমতিয়াজ রুবেল, নাজমুল হাসান ও গুরপ্রিত সিং একটি করে গোল করেন। পুুলিশের পক্ষে তিন গোল শোধ দেন মোহাম্মদ আলিফ, নাহিদ চৌধূরী ও জিয়াউর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ