Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অত্যাধুনিক জঙ্গিবিমান তৈরি করছে চীন

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আধুনিক বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চীন অত্যাধুনিক জঙ্গিবিমান তৈরি করছে চীন। স¤প্রতি স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল চীনের ওই প্রকল্প। ছবিতে দেখা যাচ্ছে ওয়াই-টুয়েন্টি নামের ওই বিমান সংখ্যায় বাড়ছে। চীনের প্রোডাকশন হাব ইয়ানলিয়াং-এ বিভিন্ন পর্যায়ে রয়েছে সেইসব যুদ্ধবিমান। ছয়টি বিমান দেখা যাচ্ছে ছবিতে। দেশে তৈরি সেই বিমানের কোডনেম দেয়া হয়েছে ‘কিনপেং’। এটি আসলে চীনের এক পৌরাণিক পাখি, যা নাকি কয়েক হাজার কিলোমিটার উড়ে যেতে পারতো। চীনের সরকারি সংস্থা ‘অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না’ ওই বিমানগুলি তৈরি করছে। এসব বিমানের সঙ্গে রাশিয়ার এল- সেভেন সিক্স বিমানের বেশ মিল রেয়ছে। রাশিয়ার এই বিমান ভারতের কাছেও রয়েছে। আবার চীনের এই বিমানের সঙ্গে মার্কিন এয়ারফোর্সের সি-১৭ গেøাবমাস্টারেরও অনেক মিল রয়েছে, বিশেষত পিছনের দিকের অংশে। যুক্তরাষ্ট্রের এই বিমানও রয়েছে ভারতের হাতে। চীন ম‚লত সেনা ও অস্ত্র বহনের জন্য তৈরি করছে এগুলি। এতে চীনের ইলেকট্রিক ওয়ারফেয়ার বা রিফুয়েলিং ইকুইপমেন্ট বহণ করা হবে বলেও মনে করা হচ্ছে। প্রতিক‚ল আবহাওয়াতে যাতে দ্রæত অস্ত্র পৌঁছে দেয়া যায়, তার জন্যই তৈরি এই বিমান। ওয়েবসাইট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ