Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলায় সিলেটে চার্জ গঠন

সিলেট ব্যুরো শিল্পপতি | প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ৯:১৮ পিএম

শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আড়াইকোটিরও বেশি পরিমাণ টাকার আত্মসাতের একটি মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী এই অভিযোগ গঠন করেন। ২০১৭ সালের ৩ এপ্রিল সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে রাগীব আলীর বিরুদ্ধে ২ লাখ ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি টাকা আনুমানিক দুইকোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা) আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন নাবিদা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আখলাকুর রহমান গুলজার। পরবর্তীতে মামলাটি মহানগর হাকিম আদালতে স্থানান্তরিত হয়। মামলার বাদীর আইনজীবী মোহাম্মদ আলী আদালত কর্তৃক রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে আজ শুনানিতে বাদীপক্ষে ছিলেন এডভোকেট কল্যাণচৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, বিমলেন্দু মিত্র তপন,ফেরদৌস আরাবেগমজেনি ওমোহাম্মদ আলী। আসামিপক্ষে ছিলেন এডভোকেট মঈনুল ইসলাম ও শাহমোশাহিদ আলী। মামলায় উল্লেখ করা হয়েছে, ‘নাবিদাডেভলপমেন্ট ফাউন্ডেশনের অনুকূলে ২০০৫ সালের ৮ফেব্রুয়ারি সাউথ ইস্ট ব্যাংকের মঞ্জুরিপত্রমূলে তিনকোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। মঞ্জুরিকৃত ঋণের মধ্যে ২কোটি ১৫ লাখ টাকা তিন কিস্তিতে উত্তোলন করে ফাউন্ডেশন। রাগীব আলীর সাথে বাদীর পারিবারিক পূর্বপরিচিতি থাকায় ও তিনি (রাগীব) সাউথ ইস্ট ব্যাংকের ভাইসচেয়ারম্যান হওয়ার কারণে তার সাথে টেলিফোনের মাধ্যমে যাগাযোগ করা হয়। তখন রাগীব আলী বলেন, তার সাথে যদি যোগাযোগ করে লন্ডনে লেনদেন শেষ না করা হয় তাহলে সম্পত্তি নিলাম হয়ে যাবে।’ নাবিদা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের বেশিরভাগ পরিচালক ও শেয়ার হোল্ডার যুক্তরাজ্য প্রবাসী বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলায় আরো উল্লেখ করা হয়েছে, ‘রাগীব আলীর কথায় বাদী অন্যান্য শেয়ার হোল্ডারদের সাথে যোগাযোগ করেন এবং সিদ্ধান্ত নেয়া হয় তার (রাগীব) সাথে যোগাযোগ করে যতো তাড়াতাড়ি সম্ভব লেনদেন শেষ করা হবে। একপর্যায়ে রাগীব আলীর সাথে শেয়ার হোল্ডারদের সমঝোতা হলে তার (রাগীব) লন্ডনস্থ ব্যাংক অ্যাকাউন্ট নং-০০১৫১০৪ শর্টকোড ৩০৯০৫৯ লয়েডস টি.এস.বি ব্যাংকে ফাউন্ডেশনেরশেয়ারহোল্ডারতোফায়েল আলম তুহিন ৫ হাজার পাউন্ডের একটিচেক (নং- ০৮১২০১, ০৮/০৮/২০০৮ ইংরেজি) প্রদান করে টাকা পরিশোধ করা শুরু করেন। পরবর্তীতে রাগীব আলীচেকে টাকা না নিয়ে নগদে দিতে বলেন। ফাউন্ডেশন নগদে টাকা পরিশোধে রাজি না হলে রাগীব আলী বন্ধকীকৃত সম্পত্তি নিলাম হয়ে যাওয়ার কথা বলেন।’ মামলায় আরো বলা হয়েছে, ‘সম্পত্তি রক্ষার স্বার্থে রাগীব আলীর কথা মতো আখলাকুর রহমান গুলজার বাংলাদেশে ফিরে আসার আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন তারিখে এবং সর্বশেষ ২০০৯ সালের ৩০মে পর্যন্ত ২ লক্ষ ১৫ হাজার পাউন্ড (তখন এক পাউন্ডের মূল্য বাংলাদেশি টাকায় ছিল ১৩০ টাকা,সে হিসেবে বাংলাদেশি টাকায় আনুমানিক ২কোটি ৭৯ লক্ষ ৫০ হাজার) নগদ প্রদান করা হয়। পরবর্তীতে রাগীব আলীর নির্দেশ ও পরামর্শ অনুসারে ২০১০সালের ১০ ডিসেম্বর সুদ মওকুফের জন্য আবেদন করা হয়। কিন্তু পরে জানা যায়, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন রাগীব আলী।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ