Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলে আন্তর্জাতিক সূচি বিপর্যয়

আগামী বছর দুই আসর!

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : মাত্র কয়েকদিন আগেই আগামী অক্টোবরে এ বছর বিপিএলের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন নতুন খবর। জাতীয় নির্বাচন সামনে থাকায় এ বছর বিপিএল নাও হতে পারে।
সম্ভাব্য সূচি অনুযায়ী ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল বিপিএল। জাতীয় নির্বাচন হওয়ার কথা ডিসেম্বরে। দুই মাস আগেও নিরাপত্তার সমস্যা হওয়ার চেয়েও সংকট অন্য জায়গায়। জানা গেছে বেশিরভাগ দলের পক্ষ থেকেই এসেছে আপত্তি। ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনেকেই জাতীয় নির্বাচনে সরাসরি যুক্ত থাকায় তারা ওই সময়টায় খেলতে রাজি হচ্ছেন না।
গত বিপিএলে খেলা ৭ ফ্র্যাঞ্চাইজির ৪টির মালিকই প্রত্যক্ষভাবে জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত। বিশেষ করে খুলনা টাইটান্সের মালিক কাজী নাবিল আহমেদ বর্তমান সরকারের সংসদ সদস্য, রাজশাহী কিংসের মালিক শাহরিয়ার আলম বর্তমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সিলেট সিক্সার্সের অন্যতম পৃষ্ঠপোষক আবুল মাল আব্দুল মুহিত বর্তমান সরকারের অর্থমন্ত্রী এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে অতোপ্রতভাবে জড়িত পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল। এদের সকলেই আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবার দৌড়ে এগিয়ে। তবে বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন নিরাপত্তার কারণেই পিছিয়ে দেওয়া হতে পারে বিপিএল, ‘বিপিএল পিছিয়ে দিতে আমরা সিরিয়াসলি ভাবছি। কারণ এটা জাতীয় নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। ঐ সময় তিনটা ভেন্যুতে খেলা এবং খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে যেতে পারে। সেটি হলে জানুয়ারির দিকে আয়োজন করা হতে পারে।’
যদি তাই হয়, তবে আরেকটি সঙ্কটের মুখোমুখি হতে পারে বাংলাদেশ ক্রিকেট। আন্তর্জাতিক সূচিতে বড় ধরণের বিপর্যয় দেখা দিতে পারে মাশরাফি-মুশফিকদের জন্য। কেননা ডিসেম্বর-জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলার কথা বাংলাদেশের। যদি ঐসময় না খেলতে পারে তবে সেটা নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা চলছে অক্টোবরে। সেখানেও দেখা দিতে পারে সমস্যা। মধ্য অক্টোবর পর্যন্ত জিম্বাবুয়েকে পাওয়ার সম্ভাবনা নেই। ঐ সময় দক্ষিণ আফ্রিকা সফরে থাকবে দলটি। তাই বিপিএল পিছিয়ে ঐ সময় নিয়ে যাওয়ার চিন্তা থাকলেও তা এখনো চূড়ান্ত নয় বলে জানান মল্লিক, ‘আমরা এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আরো হিসেব-নিকেষের প্রয়োজন আছে। সকলের সঙ্গে কথা বলে, আগামী এফটিপি দেখে, সপ্তাহখানিকের মধ্যেই সিদ্ধান্ত নিতে পারব বলে আমা করছি।’
পাশাপাশি মল্লিক এটিও জানিয়ে রাখলেন, জানুয়ারিতে বিপিএলের ষষ্ঠ আসর হলে আগামী বছর অক্টোবর-নভেম্বরে হবে এর সপ্তম আসর। তার মানে এক বছরে দুই বিপিএল!

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ