Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হারেই শেষ আবাহনীর

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : জয়ে নয়, হার দিয়েই এএফসি কাপের গ্রæপ পর্ব শেষ করলো ঢাকা আবাহনী লিমিটেড। ‘ই’ গ্রæপের শেষ ম্যাচে ঘরের মাঠে ভারতের ব্যাঙ্গালুরু এফসি’র বিপক্ষে যতটা দূর্বল দেখা গেছে,অ্যাওয়ে ম্যাচে ততটা দেখা যায়নি আবাহনীকে। অন্তত হারের ব্যবধানটাই তা বলে দেয়। প্রথম লেগে ব্যাঙ্গালুরুর মাঠে স্বাগতিকদের বিপক্ষে আবাহনীর হার ছিল ১-০ গোলে। আর গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচে ব্যাঙ্গালুরু এফসি ৪-০ গোলে হারায় আবাহনীকে।
ম্যাচের শুরু থেকে সফরকারীদের একের পর এক আক্রমন ফেরাতেই ব্যস্ত থাকতে দেখা যায় আবাহনী রক্ষণভাগকে। তবে গোলের দেখা পেতে ১৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্যাঙ্গালুরুকে। ওই সময়ে মাঝ মাঠ থেকে বল নিয়ে একই ছুটে যান অধিনায়ক সুনীল ছেত্রী। বক্সের কাছ থেকে ডান প্রান্তে ক্রস করে বল হাওয়ায় ভাসিয়ে দেন তিনি। সেখানে এগিয়ে আসা ডেনিয়েল লুকাস সিগোভিয়া আলতো শটে বল জালে জড়ান (১-০)। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন নিশু কুমার। এসময় বাঁ প্রান্ত দিয়ে কর্ণার কিক নেন সুনীল ছেত্রী। উড়ে আসা বলে হেড করে গোল করেন নিশু (২-০)। বিরতির আগে দু’গোলে পিছিয়ে থাকা আবাহনী আর ম্যাচে ফিরতে পারেনি। দ্বিতীয়ার্ধে আরও গোল ক্ষুধা নিয়ে যেন মাঠে নামে ব্যাঙ্গালুরু। ম্যাচের ৫৮ মিনিটে সুনীল ছেত্রীর কাছ থেকে বল পেয়ে প্লেসিং শটে গোল করেন নিশু (৩-০)। ৬০ মিনিটে হারমানজত সিংয়ের ক্রস গ্রিপে নিতে ব্যর্থ হন গোলরক্ষক শহিদুল আলম সোহেল। সেই সুযোগে উড়ে আসা বল বুক দিয়ে রিসিভ করে ডানপায়ে জোড়ালো শটে গোল করেন সুনীল ছেত্রী (৪-০)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ