মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা বাতিল করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম এ খবর দিয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে উস্কানি হিসেবে দেখছে দেশটি। এই মহড়ার প্রতিবাদে শুধু দক্ষিণের সঙ্গে আলোচনা বাতিল করেই ক্ষান্ত হয়নি উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ১২ই জুন অনুষ্ঠেয় ঐতিহাসিক সম্মেলন নিয়েও সতর্কতা জারি করেছে উত্তর কোরিয়া। মার্চে পুরো বিশ্বকে অবাক করে দিয়ে কিম জং উনের আলোচনার আমন্ত্রণ গ্রহণ করেন ট্রাম্প। পরে এক টুইটার বার্তায় তিনি লিখেন, ‘আমরা উভয়ে এই বৈঠককে বিশ্ব শান্তির জন্য খুবই বিশেষ মুহূর্তে পরিণত করার চেষ্টা চালাবো।’ যে যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় আলোচনা স্থগিত করেছে দক্ষিণ কোরিয়া, সেটি শুরু হয়েছে শুক্রবার থেকে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।