মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ায় পুলিশ সদর দফতরে ফের হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে তরবারি নিয়ে হামলার সময় গুলি করে চার হামলাকারীকে হত্যা করে করেছে দেশটির পুলিশ। বুধবারের এই হামলায় পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির পুলিশ। খবরে বলা হয়েছে, নিহতের মধ্যে একজনের শরীরে বোমা বাঁধা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। হামলার আগে লোকগুলো নিজেদের গাড়ি চালিয়ে পুলিশ দফতরের প্রাঙ্গনে প্রবেশ করে। হামলার সময় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে সন্দেহভাজন আরও চারজন সেখান থেকে পালিয়ে গেছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা বলেছে, এই হামলায় পুলিশ সদর দফতরে কাজের জন্য যাওয়া দুই সাংবাদিকও এতে আহত হয়েছেন। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, একজন লোক মাটিতে পড়ে আছে। তার পাশেই একটি লম্বা তরবারিও পড়ে আছে। এর আগে গত সোমবার শিশুসহ পাঁচ সদস্যের পরিবারের চালানো ওই আত্মঘাতী হামলায় একজন নিহত ও চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।