পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনা সিটি নির্বাচনের ফলাফল বিএনপির প্রত্যাখ্যান বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সিইসির পদত্যাগ মামার বাড়ির আবদার ছাড়া আর কিছুই নয়। বিএনপিকে খুশি করতে হলে তাদেরকে জিতাতে হবে। না হলেই তারা বলে- মানি না।
বুধবার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
কাদের বলেন, খুলনার জনগণের রায়কে যারা প্রত্যাখ্যান করেছে, তাদের আগামীতে জনগণ প্রত্যাখ্যান করবে।
তিনি আরো বলেন, তারা তো অনেক ভোট পেয়েছে। ফ্রি আর ফেয়ার ইলেকশন না হলে তারা কি এতো ভোট পেতো? কেউই কেসিসি নির্বাচন নিয়ে সমালোচনা করেনি। এতো ভোট পেয়েও তারা ফলাফল মানছে না। ক্লিন ইমেজের কারণে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছে।
এখন বিএনপি তার স্বভাব অনুযায়ী বিভিন্ন মিথ্যাচার করছে। বিভ্রান্তি ছড়াচ্ছে। ভীতি সৃষ্টির চেষ্টা করছে। দলটির নেতারা বুঝতে পারেনি জনগণ তাদের সাপোর্ট করবে না। দলটি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। জিতলে আছি, হারলে নাই- এ ধরনের মানসিকতা থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
কাদের বলেন, বিএনপি তার আমলে নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করেছিল। সে সময় জনগণের ভোটাধিকার ছিল একেবারেই সীমিত। এটা কেউই ভুলে যায়নি।
তিনি বলেন, কেসিসি নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিজয়ী মেয়র তালুকদার আবদুল খালেকসহ বিজয়ী সকলকে অভিনন্দন জানাচ্ছি।
খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, আইন তো মানতে হবে তাদের (বিএনপি)। আইনগত প্রক্রিয়া শেষ হবার আগে বেগম জিয়াকে কিভাবে ছাড়বে আদালত। কারণ তার বিরুদ্ধে তো অন্য মামলাও চালু থাকতে পারে। সেগুলোতেও তো জামিন নিতে হবে। এটা দলটির নেতারাও বলেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক মহিবুল হোসেন চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।