রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : দেশের গণতান্ত্রিক আন্দোলনে দৈনিক ইনকিলাবের সাহসী ভূমিকার প্রশংসা করেছেন বিএনপির যুগ্ম মহা সচিব খায়রুল কবির খোকন। ৯০’র স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ইনকিলাব ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার বিরোধী ভূমিকা নিয়ে ছাত্রদল তথা ছাত্র আন্দোলনের খবরাখবর অত্যন্ত সাহসীকতার সাথে প্রকাশ করে ইনকিলাব স্বৈরাচার পতন ত্বরান্বিত করেছে। দেশ মাটি ও মানুষের জন্য ইনকিলাবের ভূমিকা জাতি স্বরণ করবে। তিনি গত সোমবার রাতে ইনকিলাবের স্টাফ রিপোর্টার অসুস্থ সাংবাদিক সরকার আদম আলীকে দেখতে তার বাসভবনে গিয়ে উপস্থিত নেতাকর্মীদেরকে এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন নরসিংদী শহর বিএনপির সভাপতি একে গোলাম কবীর কামাল, জেলা যুবদলের আহবায়ক কারা নির্যাতিত নেতা মহসীন হোসেন বিদ্যুৎ। খায়রুল কবীর বলেন, জাতীয় পর্যায়ে ইনকিলাব এবং নরসিংদীর স্থানীয় পর্যায়ে সাংবাদিক সরকার আদম আলীর সাহসী ভূমিকা সর্বজন স্বীকৃত। সরকার আদম আলীর ক্ষুরধার লেখনি এবং উন্নত বাক ভঙ্গি সম্পুর্ণ সংবাদ বা লিখা সকল শ্রেণির পাঠকের কাছেই সমাদৃত হয়েছে। তিনি সাংবাদিক সরকার আদম আলীর পাশে দীর্ঘসময় ব্যয় করেন। এ সময় তিনি তার চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নেন ও আশু রোগমুক্তি কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।