Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ক্রিকেট প্রেমেই বাংলাদেশের উত্থান’

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : একের পর এক বাজে খবরের শিরোনাম জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। মাঠে ও মাঠের বাইরের জিম্বাবুয়ে ক্রিকেট দিন দিন তলানির পথে এগিয়ে যাচ্ছে। স¤প্রতি বিশ্বকাপ বাছাই পর্বের বাঁধা পার করতে না পারা জিম্বাবুয়ে ক্রিকেট এখন রীতিমত ধ্বংসের মুখে। ক্রিকেটাররা প্রায় দেড় বছর ধরে বেতন-ভাতা ছাড়াই খেলে যাচ্ছে দেশের হয়ে। স¤প্রতি বোর্ডের কর্মকাÐে পেরে উঠতে না পেরে আসন্ন ত্রিদেশীয় সিরিজ বয়কটের হুমকি পর্যন্ত দিয়েছে ক্রিকেটাররা।
ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। নব্বই দশকের শেষের দিকে বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা করে নিতে শুরু করে। জিম্বাবুয়ে ক্রিকেটে তখন স্বর্ণযুগ চলছিল। সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশকে দেখলে অবাক হন সাবেক জিম্বাবুয়ের কাপ্তান টাতেন্দা টাইবু। বাংলাদেশে ক্রিকেটের ভালোবাসা আছে বলেই আজ বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে বড় জায়গা দখল করতে সক্ষম হয়েছে বলে মত জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও নির্বাচক তেতেন্ডা টাইবুর, ‘আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের কর্তাব্যক্তিরা ক্রিকেট ভালোবাসে। আমার মনে আছে, ক্রিকেটে যখন বাংলাদেশ ভাল করা শুরু করে...তখন থেকেই বাংলাদেশে ক্রিকেটের প্রতি চেতনা আছে এমন মানুষরা উচ্চপদে ছিল।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণের প্রশংসা করে সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘আপনি এখনকার ক্রিকেট কর্তাদের যদি দেখেন, তারাও গভীরভাবে ক্রিকেট সম্পর্কে জানে। বোর্ডের কর্তাদের মধ্যে সবাই ক্রিকেট ভালোবাসে। তারা খেলাটাকে জানে এখন অনেকে আগে শীর্ষ পর্যায়ে খেলেছেও। আপনি কখনই ভুল পথে যাবেন না যখন ক্রিকেট এমন বোর্ড কর্তাদের হাতে থাকবে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ