নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জয় দিয়ে এএফসি কাপের গ্রæপ পর্ব শেষ করতে চায় বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও জয়ের লক্ষ্যেই তারা ‘ই’ গ্রæপের শেষ ম্যাচে ভারতের ব্যাঙ্গালুরু এফসি’র বিপক্ষে মাঠে নামছে। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৭টায় ফিরতি লেগে মুখোমুখি হবে আবাহনী ও ব্যাঙ্গালুরু। প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠে ব্যাঙ্গালুরু মাঠে ১-০ গোলে হারিয়েছিল আবাহনীকে।
টুর্নামেন্টের পাঁচ ম্যাচে একটি করে জয় ও ড্র’তে আবাহনীর সংগ্রহ ৪ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার আশা ভালোভাবেই টিকিয়ে রেখেছে ব্যাঙ্গালুরু। এ ম্যাচে আবাহনী তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার এলিসন উডোকা এবং ফরোয়ার্ড সানডে চিজোবাকে পাচ্ছে না। কার্ড সমস্যায় এই দু’জনের সঙ্গে নিষিদ্ধ আতিকুর রহমান ফাহাদও। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানা গেল। তবে সম্মেলনে আবাহনী কোচ সাইফুল বারী টিটু দিলেন কৌশল বদলের ইঙ্গিত। তার কথা,‘মাঠে ভালো পারফরমেন্স দেখানো ছাড়া আমাদের আর কিছু বলার নেই। পঞ্চম ম্যাচে মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টের বিপক্ষে হারে টুর্নামেন্টের মূল পর্বে যাওয়ার আশা আমাদের শেষ হয়ে গেছে। যে কারণে ব্যক্তিগতভাবে আমি খুবই হতাশ। এখনও মেনে নিতে পারছি না এমন হার। এ ধরনের পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো কঠিন।’ টিটু আরো বলেন,‘ ব্যাঙ্গালুরুর বিপক্ষে আমরা পুরো শক্তির দলও পাচ্ছি না। কিন্তু এ ধরনের ম্যাচে মাইন্ড সেট খুবই গুরুত্বপূর্ণ। কৌশলগত বিষয়গুলো পরিবর্তনের চেষ্টা করব আমি। এলিসনের জায়গায় টুটুল হোসেন বাদশা, সানডের অনুপস্থিতিতে রুবেল মিয়া খেলবে। ফাহাদের জায়গায় কে খেলবে তা এখনও ঠিক করিনি। যদি আমরা জিতে টুর্নামেন্ট শেষ করতে পারি, তাহলে খুব খুশি হব।’
অন্যদিকে ব্যাঙ্গলুরুর কোচ আলবার্ত রোকা জয় আশা করছেন। তিনি জয়ের জন্য ছক কষলেও আবাহনীকে সমীহ করে বলেন,‘আগামীকালের (আজকের) ম্যাচটি কঠিন হবে। আমরা চুড়ান্ত পর্বে যেতে চাই এবং এটা নির্ভর করছে আমাদের ওপরই। আবাহনীকে হারিয়ে সেই লক্ষ্যপূরণ করতে হবে আমাদেরকে। তাই আমরা জয়ের চেষ্টা করব। আবাহনী টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও আমি নিশ্চিত তারা পেশাদার এবং তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে জয় তুলে নিতে। কিন্তু আমরা তাদেরকে সেই সুযোগ দিবো না।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।