Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞায় বিশ্বকাপ শেষ পাওলোর

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : দু’দিন আগে তাকে রেখেই আসন্ন বিশ্বকাপের জন্য ২৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছিল পেরু। তবে ডোপিং নিষেধাজ্ঞা বেড়ে যাওয়ায় রাশিয়া যাওয়া হচ্ছে না দেশটির অধিনায়ক পাওলো গুয়েরেরোর। গত অক্টোবরে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পরে গুয়েরেরোর শরীরে কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। যে কারণে ফিফা তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল। কিন্তু আপিলে তা ছয় মাসে কমিয়ে আনা হয়। এর ফলে বিশ্বকাপ শুরুর মাত্র ১০ দিন আগে তার এই নিষেধাজ্ঞার সময় শেষ হবার কথা ছিল। তবে বিশ্ব এন্টি-ডোপিং এজেন্সির অনুরোধে সিএএস আপিলের সিদ্ধান্ত আংশিকভাবে স্থগিত করে। সিএএস’র একটি প্যানেল সব কিছু যাচাই-বাছাই করে গুয়েরেরোর দোষের মাত্রা নিরিখে শেষ পর্যন্ত তাকে ১৪ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ