Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আজান বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ণবাদী : গ্র্যান্ড মুফতি

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : জেরুজালেমে আজানের ওপর আরোপিত ইসরাইলি নিষেধাজ্ঞাকে বর্ণবাদী আখ্যা দিয়েছেন জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ আহমেদ হুসেইন। মার্কিন দূতাবাস উদ্বোধন উপলক্ষে এদিন আজান বন্ধ রাখার নির্দেশনা জারি করে ইসরাইলি কর্তৃপক্ষ। ফিলিস্তিনিদের ব্যাপক বিক্ষোভের মধ্যেই সোমবার জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্র। দূতাবাস স্থানান্তরের উৎসবের কথা উল্লেখ করে জেরুজালেম পৌরসভার পক্ষ থেকে এদিন আজান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ঘটনার নিন্দা জানিয়েছেন জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ আহমেদ হুসেইন। মুফতি শেখ মোহাম্মদ আহমেদ হুসেইন এক বিবৃতিতে বলেন, এই বণর্বাদী সিদ্ধান্ত খুবই বিপদজনক এবং সব ধর্মীয় ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব আইনে প্রার্থনার স্বাধীনতার নিশ্চয়তা করা একটি স্বীকৃত বিষয়। তিনি আরও বলেন, যারা আজান শুনলে কষ্ট পান তাদের জেরুজালেম ছেড়ে চলে যাওয়া উচিত। আলজাজিরা

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ