খুলনা সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সূত্রে পাওয়া প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। এপর্যন্ত স্থানীয় সূত্রে পাওয়া ২০০টি কেন্দ্রের ভোটে নৌকা প্রতীক নিয়ে তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১,২০,২১৪ ভোট। তার নিকটতম
ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৭৮,৮৮০ ভোট।
এর আগে কেন্দ্র দখল করে জাল ভোট, ব্যালটে জোর করে সিল মারা এবং এজেন্টদের মারধর ও বের করে দেয়াসহ বিক্ষিপ্ত ঘটনায় শেষ হয়েছে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা।
মেয়রপদে এখানে পাঁচজন প্রার্থী থাকলেও মূলত ভোটযুদ্ধ দেখা গেছে আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এবং
বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর মধ্যে।
খুলনা সিটিতে ৩১টি সাধারণ ওয়ার্ড ও দশটি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। মোট ভোটকেন্দ্র ২৮৯টি ও মোট ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৫৬১টি।