Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটি

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : এবারও ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে ১ উইকেটে হারিয়ে পঞ্চম আসরে টানা দ্বিতীয় শিরোপা জিতল দলটি। গতকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের ফাইনালে টস জিতে নির্ধারিত ৭ ওভারে ৭৭ রান তুলতে সক্ষম হয় সিলেট মেট্রোপলিটন। সাইদুর ছাড়া আর কেউই স্পর্ষ করতে পারেনি দুই অঙ্কের কোটা। ২৫ বলে ৯ ছয় আর ৩ চারে অপরাজিত ছিলেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। মোহর ৪ রান খরচায় একাই তুলে নেন ৪ উইকেট। এই ছোট্ট সংগ্রহ নিয়েও লড়াই চালিয়ে গেছে মেট্রোপলিটন বোলাররা। তবে সুহেল (৩২*) আর সাইমনের (২৮) দৃঢ়তায় টানা দ্বিতীয় শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশ ইউনিভার্সিটি। জাহান, খালেদ ও তাহমিমের ২টি করে শিকারে শেষ ওভারে গিয়ে ৭৮ রান তোলে ৬ উইকেট হারানো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলকে দুর্দান্ত জয় এনে দেওয়া মোহর শেখ অন্তর হয়েছেন ম্যাচ সেরা।
চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রাইজমানি হিসেবে পেয়েছে ৫ লাখ, রানার্সআপ সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি পেয়েছে ২ লাখ টাকা। আর ৩২টি ইউনিভার্সিটি নিয়ে এই টুর্নামেন্টের সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের মেহরাব হোসেন জোশি। ফাইনাল শেষে ট্রফি তুলে দেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। বরাবরের মতোই এবারও এই আসরের আয়োজন করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন তারকা আতাহার আলী খান, আকরাম খান ও খালেদ মাসুদ পাইলটের ‘থ্রি ক্রিকস’।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ