Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলংকায় ৮ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শ্রীলংকার দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ৮ হাজারেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দক্ষিণের দুটি জেলা গালি ও কালুটারাতে রোববার এ বন্যা দেখা দেয়। সংস্থার মুখপাত্র প্রদিপ কদিপিল্লি বলেন, প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বেশ কিছু লোক বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। সোমবার সকাল পর্যন্ত বর্ষণ অব্যাহত ছিলো। তবে কোন হতাহতের বা বাড়ি-ঘর বিধ্বস্তের খবর পাওয়া যায়নি। নিম্ন এলাকায় বসবাসরতদের পর্যবেক্ষণে রাখার আহŸান জানানো হয়েছে।
উ. কোরীয় প্রতিনিধিদের চীন সফর
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল সোমবার বেইজিংয়ে পৌঁছেছে। জাপানের গণমাধ্যমের খবরে একথা বলা হয়েছে। উত্তর কোরীয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুগান্তকারী বৈঠককে সামনে রেখে মিত্র দেশ দুটি পরস্পরের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে। জাপানী সম্প্রচার মাধ্যম এনএইচকে-তে বেইজিংয়ের বিমানবন্দরে উত্তর কোরীয় কর্মকর্তাদের ভিআইপি এলাকা ছেড়ে যাওয়ার ছবি দেখানো হয়েছে। এনএইচকে জানায়, পরে প্রতিনিধি দলটি সরকারি দিয়াওইউতাই অতিথিশালায় পৌঁছে। যদিও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার জন্য দুই মাসেরও কম সময়ের মধ্যে কিম চীনে দ্বিতীয়বারের মতো সফর করার পর উ. কোরীয় প্রতিনিধি দলের বেইজিং সফরের খবরটি প্রকাশিত হল। উত্তরপূর্বাঞ্চলীয় বন্দর নগরী দালিয়ানে কিম সর্বশেষ সফর করেন।
পরমাণু চুক্তি রক্ষায় মস্কো সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইনকিলাব ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল সোমবার মস্কো সফরে গেছেন। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতায় রাশিয়া চুক্তিটি রক্ষায় চেষ্টা করে যাচ্ছে। ইরানের পরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জরিফের এই কূটনৈতিক সফরে মস্কোর পর চলতি সপ্তাহান্তে তিনি বেইজিং সফর করেন। এছাড়াও চলতি সপ্তাহের শেষ দিকে তিনি ব্রাসেলস যাবেন। চুক্তিটির আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা ২০১৫ সালে হওয়া শর্তের ভিত্তিতে এটিকে রক্ষার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোববার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জারিফ বলেন, চুক্তিটির জন্য একটি ‘বাধাহীন ভবিষ্যৎ পরিকল্পনা’র ব্যাপারে তিনি আশাবাদী। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ