হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসীর মা ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার দিনগত রাত প্রায় ১২টার দিকে নবীগঞ্জ থানা পুলিশ লাশ দু’টি উদ্ধার করে। নিহতরা হলেন-ওই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আখলাক চৌধুরীর স্ত্রী রুমী বেগম (২২) ও আখলাকের মা মালা বেগম (৫০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হাবিব রহমান বলেন, পুলিশ খবর পেয়ে তাদের বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে। উভয় মরদেহের গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
তিনি আরও জানান, ওই বাড়িতে তারা বউ-শাশুড়ি ছাড়া আর কেউ থাকতেন না।
তবে ঘটনাটি কী হয়ে থাকতে পারে এ ব্যাপারে জানতে চাইলে ওসি হাবিব বলেন, আপাতত কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
জানা যায়, সাত বছর ধরে আখলাক চৌধুরী যুক্তরাজ্যে অবস্থান করছেন। বছর দেড়েক আগে তিনি বাংলাদেশে এসে রুমী বেগমকে বিয়ে করা আবার যুক্তরাজ্যে চলে যান।