Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সিগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরিতে ২ শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১০:৫২ এএম
মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকায় এমআই সিমেন্ট ফ্যাক্টরির কারখানায় কাজ করতে গিয়ে সিমেন্ট তৈরির কাঁচামালের চাপায় মো. শাহীন (৩১) ও মো. রাশিদুল (২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন হাফিজুর রহমান (২২) নামে আরো এক শ্রমিক। তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  
আজ সোমবার সকাল ৭টার দিকে বন্ধ থাকা ফ্যাক্টরির ভেতরে পরিষ্কার করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত শাহিন চাঁদপুর জেলার মতলবের মান্দাতলা গ্রামের শাহাদত খন্দকারের ছেলে। র‍াশিদুলের পরিচয় জানা যায়নি। আহত হাফিজুর টাঙ্গাইল জেলার ঘাটাইল এর দশআনী বকশিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। দুই শ্রমিকের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, সকালে শ্রমিকরা বন্ধ ফ্যাক্টরি পরিষ্কার করতে আসেন। এসময় সিমেন্ট তৈরির উপকরণ শাহীন, রাশিদুল ও হাফিজুরের শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শাহীন ও রাশিদুলের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে আছে ও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুন্সিগঞ্জে সিমেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ