Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈবাহিক ধর্ষণের জেরে স্বামী হত্যা, স্ত্রীকে মৃত্যুদন্ডাদেশ

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করায় স্বামীকে হত্যা করলেন স্ত্রী। এই অপরাধে ১৯ বছরের সউদী তরুণী নউরা হুসেনকে মৃত্যুদÐের সাজা দিয়েছে আদালত। ১৫ বছর বয়সে নউরাকে জোর করে বিয়ে দেওয়া হয়। এরপর নউরা তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে এসে তিনবছর তার ফুপুর কাছে লুকিয়ে থাকেন। কিন্তু নউরার বাবা কৌশল করে মেয়েকে বাড়ি নিয়ে আসেন এবং এরপর তার স্বামীর হাতে তুলে দেন। নউরার স্বামী এরপর তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করলে নউরা তা প্রত্যাখ্যান করতে থাকে। এরপর নউরার স্বামী তার এক আত্মীয়ের সাহায্য নিয়ে নউরাকে ধর্ষণ করে। নউরার আইনজীবী জানান, নউরার স্বামীর ভাই এবং ২ জন চাচার ছেলে নউরাকে বিবাহিত জীবন সঠিকভাবে পালন করার পরামর্শ দিয়েছিল। কিন্তু নউরা তা মানতে রাজি হননি। তখন নউরাকে একটা ঘরে বন্ধ করে রাখা হয়। এরপর একজন তার বুক চেপে ধরে এবং অন্যজন তার পা চেপে ধরে। নউরার স্বামী তাকে সেই সময় ধর্ষণ করে। এই ঘটনার পরের দিন পুনরায় যখন তার স্বামী তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, তখন নউরা অনবরত ছুরির আঘাত করতে থাকে স্বামীর ওপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় নউরার
স্বামীর। সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ