Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একঘরে হওয়ার মুখে যুক্তরাষ্ট্র : বুশ

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাবিøউ বুশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে সরে আসার পর যুক্তরাষ্ট্র এখন বিশ্বে একঘরে হওয়ার বিপদের মুখে রয়েছে। তিনি তার ভাষায় বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য অপরিহার্য, কিন্তু একাকী হয়ে পড়ার বিপদ বাড়ছে।’ আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুশ এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের সাবেক যেসব প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করছেন বুশ হলেন তাদের অন্যতম। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিভ্রান্ত করা হয়েছে। সম্প্রতি ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। সারা বিশ্ব বিশেষ করে ইউরোপের মিত্ররা মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তবে ট্রাম্প তার সিদ্ধান্তে অনড় রয়েছেন এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ