Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ১৪ মে, ২০১৮, ১২:০০ এএম

সীমান্তে সংঘর্ষে চীনের নিন্দা
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের উত্তরের চীনা সীমান্তের কাছে প্রান্তিক ও দুর্গম শান রাজ্যে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ১৯ জন প্রাণহানী এবং বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে চীনের সরকার। মিয়ানমারের চীনা দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই গোলাগুলির সময় বিচ্ছিন্নভাবে গুলি গিয়ে চীনের সীমানায় পড়েছে। এ ছাড়া অনেক মানুষ চীনে গিয়ে আশ্রয় নিয়েছে। শনিবার শান রাজ্যের মুসেতে সেনাবাহিনীর দুটি বেইজের কাছে এবং আরেকটি লাশিও শহরে যাওয়ার পথে একটি সেতুর কাছে মিযানমারের সেনাবাহিনী ও তা’য়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মিয়ানমারে যে কয়টি সশস্ত্র গোষ্ঠী জাতিগত স্বায়ত্বশাসনের জন্য লড়ছে তার মধ্যে টিএনএলএ একটি। রয়টার্স।

সন্তান প্রসব নিষিদ্ধ ষোড়শ শতক থেকে মধ্য প্রদেশে
ইনকিলাব ডেস্ক : পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে, যেখানে মায়েদের সন্তান জন্ম দেওয়ার অনুমতি দেওয়া হয় না। গত ৪০০ বছর ধরে সেই গ্রামে কোনো সন্তানই জন্ম নেয়নি। সন্তান প্রসবের সময় হলে গ্রামের নারীদের পাঠিয়ে দেওয়া হয় পাশের কোনো গ্রামে। এমনকি, প্রসবের জন্যে গ্রামের সীমানায় একটি ঘরও তৈরি করে রেখেছে গ্রামবাসী। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজগড় জেলার ‘সানকা শ্যাম জী’ গ্রামে এই নিয়ম চলে আসছে ষোড়শ শতক থেকে। এই নিয়মেরও এক অদ্ভুত যুক্তি জানাল গ্রামবাসী। অভিশাপ লেগে যাওয়ার ভয়েই নাকি সন্তান প্রসবে এই নিষেধাজ্ঞা। জানা যায়, এই গ্রামে গত ৪০০ বছর ধরে কোনো নারীই তাদের সন্তান প্রসব করেনি। যে নারী সন্তান প্রসব করেছে তার সন্তান হয়তো বিকলাঙ্গ নয়তো মারা গিয়েছে। আর এই কারণেই আজও গ্রামবাসীদের বদ্ধমূল ধারণা ওই গ্রামে সন্তান প্রসব করলে সেই সন্তানের ক্ষতি হবেই। এনডিটিভি।


তুরস্কে দু’টন ওজনের ডেকচিতে রান্না হলো ৬শ’ কেজি কলিজা
ইনকিলাব ডেস্ক : বিশাল ডেকচিতে চলছে রান্নার কাজবিশাল এক ডেকচিতে ৬০০ কেজি ভেড়ার কলিজা রান্না করা হয়েছে। মূলত গিনেজ বুকে নাম লেখাতেই এমন আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল লিভার ফুডস অ্যান্ড ব্যান্ডস ফেস্টিভ্যালকে উদ্দেশ্য করে তুরস্কে এ রান্নার আয়োজন করা হয়। সংশ্লিষ্টদের দাবি, যে ডেকচিতে কলিজা রান্না করা হয়েছে, সেটা পৃথিবীর সবচেয়ে বড় ডেকচি। দুই টন ওজনের ডেকচিটি লম্বায় ২৭৫ ইঞ্চি ও গভীরতায় ৩১ ইঞ্চি। তুরস্কের এড্রিনে এ আয়োজনে উপস্থিত ছিলেন মেয়র রিসেন গুরকান। গিনেজ কর্তৃপক্ষও রান্নার আয়োজন ও ডেকচি প্রত্যক্ষ করেন। ডেইলি সাবাহ।

বুরুন্ডির গ্রামে সশস্ত্র হামলায় নিহত ২৬
ইনকিলাব ডেস্ক : বুরুন্ডির উত্তর-পশ্চিমে একটি গ্রামে সশস্ত্র হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা প্রতিবেশী কঙ্গোর সীমান্ত পাড়ি দিয়ে চিবিটকি প্রদেশে প্রবেশ করে এ হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে এই হামলা শুরু হয়। হামলাকারী গ্রামের ঘরে ঘরে বন্দুক ও ছুরি নিয়ে প্রবেশ করে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। আগামী সপ্তাহে প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ বাড়ানোর বিষয়ে বুরুন্ডিতে গণভোট হওয়ার কথা। রয়টার্স।


আফ্রিকার সশস্ত্র নারীরা
ইনকিলাব ডেস্ক : আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে হাতি পাচার রোধ করার জন্য মেয়েদের একটি গ্রæপ কাজ করছে। রীতিমতো অস্ত্র প্রশিক্ষণ নিয়ে তারা এ কাজে নেমেছেন। যেখানে পুরুষরা এ কাজে এগিয়ে আসেননি, সেখানে নারীরা কীভাবে কাজটি করছেন? গেরিলা যোদ্ধাদের মতো সাজে একজন নারী। হাতে অস্ত্র। কঠোর তার চোখমুখ। চোখের দৃষ্টি সুনির্দিষ্ট। এই নারী বলেন, যদি আমাদের প্রাণীদের সঙ্গে খারাপ কিছু করা হয়, তা হলে আমি অবশ্যই তোমাদের ধরে ফেলব। আকাশিংগা গোষ্ঠীর নারীদের এ দলটি পশুপাচারকারীদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে। বিবিসি বাংলা।
হেলিকপ্টার ধ্বংস
ইনকিলাব ডেস্ক : আফগান বিমান বাহিনীর একটি হেলিকপ্টার শনিবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে অবতরণকালে বিধ্বস্ত হয়। এরপর বিমান বাহিনী এটিকে ধ্বংস করে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একথা জানায়। ধ্বংস করার আগে হেলিকপ্টারের সব ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়। সিনহুয়া।
অধ্যাপক নিখোঁজ
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রধান ও রাজনৈতিক অ্যাকটিভিস্ট ড. রিয়াজ আহমেদ নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তিনি ওয়াজিরিস্তানে ভূমি মাইন অপসারণের দাবিতে সক্রিয় একটি আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সর্বশেষ ড. রিয়াজ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না। ডন অনলাইন।
কলকাতা পুলিশ
ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশ নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে। অনেক নারী-ই পথে ঘাটে বেরিয়ে নানা রকম অবাঞ্ছিত ঘটনার সম্মুখীন হন। ভিড় বাসে-ট্রেনে-ট্রামের মধ্যে নারীদের শারীরিকভাবে হেনস্থা বা উত্ত্যক্ত করার সুযোগ খোঁজেন কেউ কেউ। রাস্তায় কেউ হেনস্থা করলে কীভাবে নারীরা আত্মরক্ষা করবেন, তারই প্রশিক্ষণ দিতে এই বিশেষ ব্যবস্থা। কলকাতা পুলিশ সার্জেন্ট ইনস্টিটিউটের নতুন প্রয়াস, এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে তেজস্বিনী। পাঁচ দিনের ওই কর্মশালা চলবে কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবে ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত। সম্পূর্ণ বিনা খরচায় এ প্রশিক্ষণ দেয়া
হবে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ