Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে ৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১১:৪৮ এএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত থেকে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার ভোররাতে উপজেলার পাড়িয়া সীমান্তের ৩৮৫ পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী নয়াবাড়ি গ্রামের ইসমাইলের ছেলে আবু সাঈদ (২৩), মণ্ডুমালা নয়াবাড়ি গ্রামের তফরুলের ছেলে পারুল হোসেন (২৪) ও হরিণমারী তারাঞ্জুবাড়ি গ্রামের সিরাজুলের ছেলে শাহ আলম(৩৫)।

স্থানীয়রা জানান, ভোররাতে ভারতের সাতভিটা বিএসএফ চৌকির টহলরত জওয়ানরা ওই তিন গরু ব্যবসায়ীকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হোসেন বলেন, কাঁটাতারের বেড়া কাটার সময় ওই তিনজনকে বিএসএফ আটক করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফ

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ