Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ শেষ আলভেসের

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চোঁটটা যে এত মারাত্মক হবে প্রথমে তা আঁচ করা যায়নি। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছিলেন দানি আলভেস নিজেও। কিন্তু ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মাধ্যমে জানা গেল ৩৫ বছর বয়সীর চোটটা মামুলি ছিল না। হাটুর সেই আঘাত এতটাই মারাত্মক ছিল যে সেখানে অস্ত্রপচার করা লাগবে। যা থেকে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার কোন সম্ভবনা নেই সাবেক বার্সেলোনা রাইট ব্যাকের।
গেল মঙ্গলবার ফ্রেঞ্চ কাপ ফাইনালে লেস হার্বিয়ার্সের বিপক্ষে প্যারিস সেইন্ট-জার্মেই’র (পিএসজি) হয়ে খেলতে গিয়ে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে ইনজুরিতে পড়েন আলভেস। ম্যাচটিতে ২-০ গোলে জয়ী হয় পিএসজি। আলভেসের বিশ্বকাপে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ। সিবিএফ’র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আলভেসের সুস্থ হয়ে ওঠার সব সম্ভাবনা শেষ হয়ে গেছে। বিশ্বকাপে তার খেলার কোন সম্ভাবনাই নেই।’
আগামী ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হওয়া বিশ্বকাপে ব্রাজিল রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। ব্রাজিলিয়ান কিংবদন্তী ও তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে টুইটারে লিখেছেন, ‘এই খবর শুনে আমি সত্যিই দারুন হতাশ হয়েছি। ফুটবলাররা কোন ম্যাচ মিস করতে চায়না। তার উপর বিশ্বকাপের ম্যাচ না খেলতে পারার হতাশাটা অনেক বেশী।’
এই নিয়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আলভেসের ইনজুরি নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দল হোঁচট খেল। ইতোমধ্যেই দলের সুপারস্টার নেইমার পায়ের ইনজুরির কারনে মার্চ মাস থেকে মাঠের বাইরে রয়েছেন। যদিও তার ফিরে আসা নিয়ে সকলেই শতভাগ আশাবাদী।
২০০৬ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে আলভেস ব্রাজিলের জার্সি গায়ে ১০৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দুইবার বিশ্বকাপে অংশ নেয়া আলভেসের এবারো রাশিয়া বিশ্বকাপের মূল একাদশে থাকাটা প্রায় নিশ্চিত ছিল। পিএসজি কোচ উনাই এমেরি আলভেসের বিশ্বকাপে না খেলার বিষয়টিতে দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘আলভেসের জন্য ভাল কি হবে সেটা চিকিৎসকরাই বলতে পারবেন। সত্যিকার অর্থেই তার জন্য আমি দুঃখিত।’
ব্রাজিল ভক্তদের জন্য দুখের বিষয় হলো, আলভেসের পরিবর্তে রাইট-ব্যাক পজিশনে তেমন কোন অসাধারণ প্রতিভা তিতের হাতে নেই। কোরিন্থিয়ান্সের পক্ষে খেলা ফাগনার বর্তমানে ইনজুরিতে রয়েছেন। ওদিকে ম্যানচেস্টার সিটির ডানিলো পুরো মৌসুমে ভুগছেন ফর্মহীনতায়। নেইমারের পায়ে অস্ত্রোপচার করা চিকিৎসক রডরিগো লাসমারের সাথে আজ তিতের দেখা করতে যাওয়ার কথা। আগামীকাল কোচ তিতে ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড ঘোষনা করবেন বলে জানা গেছে।
বিশ্বকাপের গ্রæপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টা রিকা ও সার্বিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ