Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নের দারুচিনি দ্বীপে

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

টেকনাফের কিরুনতলী জাহাজঘাট। জাহাজে আমাদের ভ্রমণদল। নাফনদীতে জাহাজ চলছে। এক পাশে পাড় ঘেঁষে সবুজে বর্ণিল উঁচু উঁচু পাহাড়। নদী পেরিয়ে সাগর। এরপর দূর থেকে কেয়া বনের ঝোপের দেখা মিলবে। যেখানে শান্ত সাগরের নীল জলরাশি, তাতে চাঁদনী রাতে জ্যোৎ¯œার অবগাহন সাথে সাথে, আর চাঁদের সাথে আকাশ ও সাগরের ফিসফিসানি শোনা যাবে।
বলার আর অপেক্ষা রাখে না আমাদের লক্ষ্য কি? এ যে স্বপ্নের দ্বীপ, প্রবাল দ্বীপ, দারুচিনি দ্বীপ, সেন্ট মার্টিন দ্বীপ। আট বর্গ কিলোমিটারের বেশি আয়তনের এ দ্বীপটি যেন একটি স্বর্গরাজ্য। সৃষ্টির অপার সৌন্দর্য একে না দেখলে বোঝা যাবে না। স্বপ্নের দ্বীপে পা দিতেই মনে পড়ছিল যেন ‘চাঁদের মাটিতে প্রথম পদধুলি।’ হোটেলে দেরি না করেই সমুদ্র-¯œানে একবারে নীল পানিতে নেমে পড়লাম।
নির্মলেন্দু গুণের ‘ঐক্যবদ্ধ জল’ কবিতাটি মনে পড়ল। ‘পাহাড় হলো অহংকারী শিখর হিমাদ্রির/ সাগর সদা গতিচঞ্চল প্রতীক পৃথিবীর/ সইতে জানে, বইতে জানে সারা জগৎময়/ সমুদ্র তাই ঐক্যবদ্ধ, পাহাড় ততো নয়’। আর তাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের কৃষি রসায়ন বিভাগের শিক্ষা সফরে শিক্ষার্থীদের চাওয়া ছিল কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপ। অবশ্য সবাই সময় পেলে সাগরেই একটু ঢুঁ মারতে চান। সাগর প্রথম না হলেও ‘দারুচিনি’ দ্বীপ আমার কাছে প্রথম। দেখার আগে হুমায়ূন আহমেদের সিনামাটি মাথায় ঘুরপাক খেত। আর ৬৫ জন বন্ধু-বান্ধব মিলে ভ্রমণের মজাটা ভাষায় প্রকাশ করার মতো না।
যাই হোক, মূল দ্বীপটির তিনটি খ- ছিল। স্থানীয় ভাষায় সেগুলো ছোট ডিয়া, মাঝের ডিয়া ও ছেঁড়া ডিয়া (দ্বীপ) বলা হয়। গোধূলি বেলায় আমাদের দুজন শিক্ষক শহীদুল আলম ও ইশতিয়াক আহমেদ, মামুন এবং জামানকে সঙ্গে নিয়ে সাইকেল দ্বীপের চারদিকে সাইকেল ভ্রমণ। জ্যোৎ¯œা-¯œাত রাতে দ্বীপের অদ্ভুত অচেনা সৌন্দর্য হয়তো অনেককেই মিস করেছিল। সন্ধ্যায় দ্বীপের চারদিকে ঘোরার সে মুহূর্ত আজও মনে দাগ কাটে।
রাতে সমুদ্রের সেই গর্জন মনকে উদাসিন করে দেয়। রাতের বার-বি-কিউ পার্টিটা যেন ক্যাম্পাসের থেকে একটু আলাদাই ছিল! পরদিন ট্রলারে করে ছেঁড়া দ্বীপ ঘুরে এলাম।
কক্সবাজার ফিরে সমুদ্র দেখা, সাগরে সূর্যাস্ত দেখা কিংবা রাতে দরিয়ার গর্জনের সাথে গান গাওয়াটা এ যাত্রায় নতুন কিছু ছিল না। টানা পাঁচ দিনের ট্রেন, বাস, জাহাজ আর নৌকা ভ্রমণের মজাটা একাকার হয়ে গিয়েছিল। সম্পূর্ণ সময়ে আমার কাছে সবচেয়ে প্রাণবন্ত মনে হয়েছে আমাদের প্রবীণ অধ্যাপক ড. আবুল খায়ের চৌধুরীকে। সর্বোপরি আমাদের আনন্দভ্রমণ ও স্বপ্নপুরী দ্বীপের কথা প্রত্যেক শিক্ষার্থীর মনের মণিকোঠায় হিমালয় ছুঁয়ে থাকবে।
ষ শাহীদুজ্জামান সাগর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বপ্নের দারুচিনি দ্বীপে

২৫ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ