পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : দেশের ফার্নিচার এবং ইন্টেরিয়র ডেকোর পণ্যের সবচেয়ে বড় আয়োজন ‘বাংলাদেশ ফার্নিচার এন্ড ইন্টেরিয়র এক্সপো (বিএফআইডি) ২০১৮’ আজ শুরু হচ্ছে। গতকাল শনিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ কথা জানায় মেলা কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্রান্ডের প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ‘গন্তব্য বাংলাদেশ’ শীর্ষক এবারের মেলায় দেশের শীর্ষস্থানীয় সমস্ত ফার্নিচার এবং হোম ফার্নিশিং পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্ব স্ব পণ্যসম্ভার নিয়ে অংশগ্রহণ করবেন। প্রতিবারের মতো এবারও দেশ-বিদেশের বায়ার এবং বিপুল সংখ্যক ক্রেতাসাধারণ এই মেলায় আসবেন বলে আশা করেন আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ফার্নিচার রপ্তানিকারক এসোসিয়েশান, বাংলাক্র্যাফট, বিজেডিপিএমইএ, বিএফআইওএ এবং জেডিপিসি। সংবাদ সম্মেলনে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র ভাইস-চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য বলেন, আমাদের বিশ্বাস, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং দক্ষতা সেই জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে দেশ হিসেবে আমরা স্বপ্ন দেখতে পারি বাইরের দেশগুলোর জন্য ‘পরবর্তী গন্তব্য’ হতে পারার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।