পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা গুলশানে উদ্বোধন করা হয়েছে দেশের প্রধান ফ্যাশন ব্র্যান্ড ইয়েলো’র ফ্লাগশিপ শোরুম। গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন গুলশান এভিনিউ আজাদ মসজিদের বিপরীতে নতুন এ আউটলেট উদ্বোধন করা হয়। দশ হাজার বর্গফুটের এই ইয়েলো’র ফ্লাগশিপ শোরুমে সব বয়সী ক্রেতাদের জন্য ল্যাটেস্ট ফ্যাশনের পোশাক ও এক্সেসরিজ পাওয়া যাবে। অনুষ্ঠানে বেক্সিমকোর চেয়ারম্যান এএসএফ রহমান, ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো টেক্সটাইলসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নাভেদ হুসাইন, ইয়েলো’র নির্বাহী পরিচালক শেহরিয়ার বার্নি, হেড অব রিটেইল হাদি এসএ চৌধুরী, বেক্সিমকো টেক্সটাইলস এর হেড অব মার্কেটিং শাহরিয়ার রহমান ও দেশের শীর্ষস্থানীয় সেলিব্রেটিসহ করপোরেট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে উচ্ছ¡াস প্রকাশ করে শেহরিয়ার বার্নি বলেন, আমার বিশ্বাস, ইয়েলো’র গুলশান ফ্লাগশিপ শোরুম ফ্যাশন সচেতন সকল ক্রেতাদের আকর্ষণ করবে। বাংলাদেশে প্রথমবারের মতো এই শোরুমে থাকছে ‘পারসোনাল শপিং কর্নার। আন্তর্জাতিক মানে সাজানো এই শোরুমে কেনাকাটায় ক্রেতাদের জন্য হবে এক দারুণ অভিজ্ঞতা।’ ফ্যাশন সচেতন তরুণদের পছন্দ মাথায় রেখে ২০০৪ সালে ইয়োলো’র যাত্রা শুরু। দেশ ও দেশের বাহিরে ব্রান্ডটির সর্বমোট ১৯টি শোরুম রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।