মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পুলিৎজার পুরস্কার বোর্ডের চেয়ারম্যান জুনো ডিয়াজের বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ আনা হয়েছে। বোর্ড জানিয়েছে, তারা এই অভিযোগ তদন্ত করে দেখবে। ৪৯ বছর বয়সী পুলিৎজার জয়ী এই লেখক গত মাসে বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন। সংগঠনটি জানিয়েছে, ডিয়াজ চেয়ারম্যান হিসেবে বোর্ড থেকে পদত্যাগ করেছেন তবে বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। খবরে বলা হয়, ডিয়াজের বিরুদ্ধে যৌন হামলার অভিযোগ এনেছেন লেখিকা জিনজি ক্লেমন্স। ক্লেমন্স অভিযোগ করেছেন, ডিয়াজ ছয় বছর আগে তাকে জোর করে চুমু খেয়েছেন। ক্লেমন্স তখন ডিয়াজের ছাত্রী ছিলেন। এই মাসের শুরুতে ডিয়াজ বলেন, তিনি তার অতীতের দায়ভার নিতে রাজি আছেন। ক্লেমন্সের অভিযোগ নিয়ে তদন্ত করে দেখবে পুলিৎজার পুরস্কার বোর্ড। ডিয়াজ এই তদন্তকে স্বাগতম জানিয়েছেন এবং সমপূর্ণভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ২০০৮ সালে ‘দ্য ব্রিফ ওয়ান্ডারাস লাইফ অফ অস্কার ওয়াও’ বইয়ের জন্য ফিকশন ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার পান ডমিনিকান-আমেরিকান লেখক জুনো ডিয়াজ। গত মাসে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারে প্রকাশিত একটি নিবন্ধে শৈশবে ধর্ষিত হবার কথা লিখেন ডিয়াজ। এনওয়াই টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।