মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়া এবং তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পর ইরান পরমাণু চুক্তি বাঁচাতে অন্য দেশগুলো জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এরই মধ্যে এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন বলে ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ক্রেমলিন থেকে প্রদত্ত বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন ইরান পরমাণু চুক্তি নিয়ে মেরকেল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন। মেরকেল বলেন, ইরান পরমাণু চুক্তি বাঁচিয়ে রাখতে আমাদের দেশটির সঙ্গে কথা বলতে হবে। আর ডাউনিং স্ট্রিটের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী থেরিসা মে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র তেহরানের উপর তাদের বাণিজ্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করায় ইউরোপের বিভিন্ন কোম্পানি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে জোর অভিযোগ ফ্রান্সের মন্ত্রীদের। ২০১৫ সালে বিশ্বের ছয় শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার সঙ্গে নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে একটি চুক্তিতে উপনীত হয় ইরান। ওই চুক্তি অনুযায়ী, ইরান অন্তত ১০ বছরের জন্য তাদের ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ হ্রাস করবে। বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।