Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ পাকিস্তানে

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ইটের বদলে পাটকেল নীতি অনুযায়ী, পাকিস্তানের পররাষ্ট্র দফতর ঘোষণা দিয়েছে যে, পাকিস্তানে নিযুক্ত সমস্ত মার্কিন কূটনীতিকদের বিরুদ্ধে শুক্রবার থেকে বিধিনিষেধ প্রযোজ্য হবে। সেটা হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তারা কোথাও মুক্তভাবে ঘুরে বেড়াতে পারবে না। পাকিস্তানী কূটনীতিকদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও থেকে কার্যকর হবে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা এবং চার কনস্যুলেটকে নির্ধারিত সীমার বাইরে যেতে হলে স্বরাষ্ট্র দফতর থেকে পাঁচ দিন আগে অনুমতি নিতে হবে। অন্যদিকে, শীর্ষ জঙ্গি নেতারা আফগানিস্তানে বাস করছে এবং সেটাকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে ন্যাটো এবং মার্কিন সেনাদের চোখের সামনেই পাকিস্তানের বিরুদ্ধে হামলা পরিচালনা করছে। এর পরও জামাত-উল-আহরারের প্রধান উমার খালিদ খুরাসানি ওরফে আবদুল ওয়ালিকে ইউএনএসসি নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্তির জন্য পাকিস্তান যে অনুরোধ করেছে, তা নাকচ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেছেন, ওয়ালিকে তালিকাভুক্ত করার ব্যাপারে স্যাঙ্কশান কমিটির ব্যর্থতায় আমরা খুবই হতাশ। তার হাত শত শত নিরপরাধ পাকিস্তানের রক্তে রঞ্জিত। সাউথ এশিয়ান মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ