মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তার দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা মেনে চলবে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে থেরেসা মে এ ঘোষণা দিয়েছেন। দু’নেতার ফোনালাপের পর ডাউনিং স্ট্রিট থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার সরকারের অবস্থান তুলে ধরেছেন এবং ইরানের পরমাণু সমঝোতার প্রতি ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানিয়েছেন। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে কর্মরত ব্রিটিশ কোম্পানিগুলোর ভবিষ্যত নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করেন থেরেসা মে। বিষয়টি নিয়ে দু পক্ষ আবারো আলোচনা করবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।