Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শত্রুতার সম্পর্ক ভারত-পাকিস্তানকে ধ্বংস করে দেবে : নাসের জাঞ্জুয়া

জম্মু ও কাশ্মীরে অপকর্ম চালানোর নিন্দা

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর (এনএসএ) লেফটেন্যান্ট জেনারেল (অব.) নাসের খান জাঞ্জুয়া বলেছেন, পাকিস্তান ও ভারত যদি পরস্পরের শত্রæ হিসেবে আচরণ চালিয়ে যেতে থাকে, তাহলে তারা একে অন্যকে ধ্বংস করে দেবে। ইসলামাবাদে নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে বক্তৃতাকালে তিনি বলেন, দুই দেশকে এটা চিন্তা করতে হবে, শত্রæ হিসেবেই তারা চিরদিন থাকতে চায় কি না। যদি সেরকমই ইচ্ছা হয় তাদের, তাহলে দুই দেশ এক সময় একে অন্যকে ধ্বংস করে দেবে। তিনি বলেন, দুই দেশকে তাদের তিক্ত অতীতের কবল থেকে বেরিয়ে আসতে হবে এবং শান্তির দিকে এগিয়ে যেতে হবে। কারণ যুদ্ধ সকল বিবাদের উত্তর নয়। আগামী প্রজন্ম এই বিষয়গুলো নিয়ে ভাববে এবং এই অচলাবস্থান নিরসনে সমাধান খুঁজে বের করবে। জাঞ্জুয়া জম্মু ও কাশ্মীরে যে অপকর্ম চালানো হচ্ছে, তার নিন্দা করেন। তিনি বলেন, ভারতের একগুঁয়েমির কারণে কূটনৈতিক প্রচেষ্টা থেকে সুফল পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, যুদ্ধের সময়ও এমনকি বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ হয় এবং সে কারণেই পাকিস্তান ও ভারতের মধ্যে যোগাযোগ হচ্ছে। আফগানিস্তান প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান এবং কাবুল ভাইয়ের মতো বাস করে আসছে। প্রতিদিন দুই দেশের মধ্যে ৫০ থেকে ৬০ হাজার মানুষ যাতায়াত করে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান আফগানদের ব্যাপারে যতœশীল। তিনি আরও বলেন, তালেবানরা নিজেদের বিদেশী শক্তির কবল থেকে মুক্ত করার জন্য লড়াই করছে। সাউথ এশিয়ান মনিটর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ