Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিন্নাহ ছিলেন মহাপুরুষ, দেশের জন্য লড়াই করেছেন : সাবিত্রি

পাকিস্তানের জাতির পিতাকে নিয়ে ভারতে চলমান বিতর্কে সর্বশেষ সংযোজন

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ক্ষমতাসীন বিজেপির এক সংসদ সদস্য সাবিত্রি বাই ফুলে বলেছেন, মোহাম্মদ আলি জিন্নাহ ছিলেন একজন মহাপুরুষ, যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন। বিজেপি এমপির এই মন্তব্য পাকিস্তানের জাতির পিতাকে নিয়ে ভারতে চলমান রাজনৈতিক বিতর্কে সর্বশেষ সংযোজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। স¤প্রতি আলিগড়ের বিজেপি এমপি সতীশ গৌতম আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে কেন জিন্নাহর ছবি রাখা হবে? কর্তৃপক্ষ এ বিষয়ে জানায়, জিন্নাহ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রশাসনের সদস্য ছিলেন এবং ৮০ বছর আগে ইউনিয়নের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল। এরপরই বিশ্ববিদ্যালয়ে জিন্নাহ’র ছবি অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে ‘হিন্দু যুব বাহিনী’র নেতাকর্মীর। বৃহস্পতিবার উত্তর প্রদেশের বাহরাইচের সংসদ সদস্য সাবিত্রি বাই বলেন, জিন্নাহ ছিলেন মহাপুরুষ। তিনি দেশের জন্য লড়াই করেছেন। তার ছবি লোকসভার দেয়ালে লাগানো আছে। তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। যেখানে প্রয়োজন তার ছবি লাগানো উচিত। দলিত ইস্যু থেকে নজর ফেরাতেই বিতর্ক তৈরি করা হচ্ছে। আমি এসবের সঙ্গে একমত নই। সাবিত্রি বাই আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন। এধরনের মহাপুরুষদের অবশ্যই শ্রদ্ধা করা উচিত। দেশের স্বাধীনতার জন্য যেসব মানুষ ত্যাগ স্বীকার করেছেন তাদের অবশ্যই শ্রদ্ধা করা উচিত। গত কয়েক সপ্তাহ ধরে সাবিত্রি বাই নিজ দলের সমালোচনা করছেন। দলিতদের প্রতি দলের মনোভাব নিয়ে কেন্দ্র ও উত্তর প্রদেশ রাজ্য বিজেপিকে লক্ষ্য করে সমালোচনা করছেন। এই সমালোচনা শুরু হয়েছে দলিতদের সঙ্গে বিজেপির নৈশভোজ নিয়ে। এদিকে, বিজেপি’র আরেক এমপি শত্রæঘ্ন সিনহাও জিন্নাহ ইস্যুতে দলের অবস্থানের বিপরীতে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আচমকা বিশ্ববিদ্যালয়য়ের নাম পরিবর্তন ও কিছু লোক ছবি অপসারণের দাবি করছেন। কিন্তু কেন অপসারণ করা হবে? এত বছর ধরে সেখানে ওই ছবি আছে এবং সবকিছু তো ঠিকঠাক চলছিল। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ