মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চার রোহিঙ্গা
ইনকিলাব ডেস্ক : সদ্য মিয়ানমার সফরকারী জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিপাকে পড়েছেন রাখাইনে অবস্থানকারী চার রোহিঙ্গা। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সেনাবাহিনী আগেই সেখানকার রোহিঙ্গাদের হুমকি দিয়েছিল, সফররত প্রতিনিধিদের কাছে যেন সরকার ও সেনাবিরোধী কোনও কথা না বলে রোহিঙ্গারা। নিষেধ উপেক্ষা করে সেনাবাহিনীর টার্গেটে পরিণত হওয়া চার রোহিঙ্গা এখন পালিয়ে বেড়াচ্ছেন। গার্ডিয়ান।
কিশোরীকে পুড়িয়ে হত্যা
ইনকিলাব ডেস্ক : ভারতে এক সপ্তাহের মধ্যে তৃতীয় কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। দেশটিতে ভয়াবহ যৌন হামলার সর্বশেষ ঘটনা এটি। শুক্রবার পুলিশ জানায়, ভারতের মধ্য প্রদেশের সাগর জেলায় নিজ বাড়িতে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর আগে ঝাড়খÐ রাজ্যে পৃথক ঘটনায় দুই কিশোরীকেও একই পরিণতি বরণ করতে হয়েছিল। ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ করেছে স্কুলগামী মেয়েরা। ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ করে ২৬ বছরের যুবক। গার্ডিয়ান।
মঙ্গলে হেলিকপ্টার
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গল গ্রহে প্রথমবারের মতো হেলিকপ্টার পাঠাতে যাচ্ছে। পৃথিবীতে উড়তে সক্ষম কোনও আকাশযানকে অন্য গ্রহে পাঠানোর জন্য পরীক্ষামূলক প্রকল্পের অংশ হিসেবে এই হেলিকপ্টার পাঠাবে নাসা। ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, মার্স হেলিকপ্টারটি নাসার মার্স রোভারে যুক্ত হবে। এটি ২০২০ সালে পাঠানো হতে পারে। হেলিকপ্টারটি নির্মাণ দল চার বছর ধরে এটি আকার ছোট করার জন্য কাজ করে যাচ্ছে। বিবিসি।
পুলিশ সদস্য নিহত
ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অজ্ঞাত গেরিলাদের হামলায় শামিম আহমেদ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার মধ্য কাশ্মীরের বাডগাম জেলার ওয়াডানে পুলিশ ক্যাম্পে গেরিলারা হামলা চালায়। নিহত শামিম আহমেদ দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ইয়ারিপোরার বাসিন্দা। শুক্রবার দুপুরে ৪/৫ জন সশস্ত্র গেরিলা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে গেরিলারা পালিয়ে যায়। এনডিটিভি।
আগ্নেয়গিরি ভয়ঙ্কর
ইনকিলাব ডেস্ক : ভয়ঙ্কর হয়ে উঠছে জাভা দ্বীপের মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি। আকাশে ছড়িয়ে পড়ছে ঘন ছাই আর কালো ধোঁয়া। ইতিমধ্যেই লাভা উদগীরণের সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়ার স্থানীয় প্রশাসন। জানা গেছে, জাভা দ্বীপের মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিতে বাষ্প ও ছাই উদগীরণ শুরু হওয়ার ফলে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইন্দোনেশীয়া প্রশাসন।
এ ব্যাপারে সংবাদ সংস্থা জানিয়েছে, আগ্নেয়গিরিটির আশপাশের ৫ কিলোমিটার পর্যন্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশিকা জারি হয়েছে। পায়ে হেঁটে মেরাপি অভিযানে যাওয়া ১২০ জন নিরাপদে আছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিক সুতপো পুরোও। রয়টার্স।
জাপানে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : জাপানের নগানো অঞ্চলে গ্রিনিচ মান সময় ০১২৯ টায় একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। শনিবার জাপানের আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের মধ্যাঞ্চলীয় নগানোর উত্তরে ৩৬.৬ ডিগ্রী অক্ষাংশ ও ১৩৭.৯ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এবং এতে সুনামিরও কোন সতর্ক সংকেত জারি করা হয়নি। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।