Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থানার পাশে ট্রাকের কেবিনে মিলল যুবকের লাশ

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১১:০৭ এএম

খাগড়াছড়ির মাটিরাঙায় ট্রাকের কেবিন থেকে মো. দেলোয়ার হোসেন (৩১) নামে এক চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে মাটিরাঙা থানা থেকে দেড়শ গজ দূরে বনশ্রী বিদ্যা নিকেতনের সামনে ট্রাকের কেবিন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. দেলোয়ার হোসেন মাটিরাঙা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আদর্শগ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় আমিন মিয়া কোম্পানির ট্রাকচালক ছিলেন।

গাড়ির শ্রমিকরা জানান, সকালে বাঁশ লোড করার জন্য বারবার নুরুলের মোবাইলে কোল করলেও তাকে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ এসে ট্রাকের দরজার লক ভেঙে কেবিন থেকে তার লাশ উদ্ধার করে।

মাটিরাঙা থানা পুলিশের ওসি সৈয়দ মো. জাকির হোসেন বলেন, কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থানার পাশে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ