Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাহে রমজানকে স্বাগত জানিয়ে জমইয়াতে হিযবুল্লাহর র‌্যালি

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে বাংলাদেশ ছাত্র, যুব ও জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এক র‌্যালী গতকাল (শুক্রবার) অনুষ্ঠিত হয়। জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে দরবারে ভক্ত মুহেব্বীন, সংগঠনের কর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লির অংশগ্রহণে র‌্যালীটি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মুহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ মোসলেহ উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাজী বাহাউদ্দিন আহমেদ, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ জাহিদুল হাসান খান, মাওলানা আবদুর রহমান খান, মাওলানা মুহাম্মদ নেছারুদ্দীন, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম প্রমুখ। বক্তারা মাহে রমজানের পবিত্রতা ও মর্যাদা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেঁস্তোরা বন্ধ রাখা, অশ্লীলতা পরিহার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহে রমজান

৩ এপ্রিল, ২০২২
৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ