Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মরিনহোর লক্ষ্য পূরণ

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের মাঠে গেলেই কেমন যেন গোলকধাঁধাঁয় পড়ে যান হোসে মরিনহো। শেষ ১৮ ম্যাচের মধ্যে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পেরেছেন মাত্র ৫ বার, পরাজয় ৯টিতেই। পরশু রাতেও কোন মতে লিগ অবনমনের হাত থেকে রক্ষা পাওয়া ওয়েস্ট হ্যামের বিপক্ষে জিততে পারেনি তার দল ম্যানচেস্টার ইউনাইটেড।
অবশ্য গোলশূন্য ড্রয়ের ম্যাচে কাঙ্খিত লক্ষ্য পূরণ করতে পেরেছেন পর্তুগিজ কোচ। তার লক্ষ্যই ছিল দ্বিতীয় স্থানে থেকে প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করা। প্রাপ্ত এক পয়েন্টে সেটা নিশ্চিত হয়েছে। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ মরিনহো বলেন,‘ আমরা প্রিমিয়র লিগে দ্বিতীয় সেরা দলের আসনে। অনেকগুলো ভাল দলের সঙ্গে দুর্দান্ত লড়াইয়ের মাধ্যমে এটি অর্জিত হয়েছে। যদিও দ্বিতীয় অবস্থান নিয়ে আমি মোটেও খুশি নই। এটি আমার চরিত্রের মধ্যেও পড়ে না। তবে যে রকম পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম তাতে প্রথম স্থান অর্জন করা মোটেও সম্ভব ছিলনা। আমাদের লক্ষ্যই ছিল দ্বিতীয় অবস্থান নিশ্চিত করা। যেটি আজ পুর্ণ হয়েছে।’ উল্লেখ্য, গেল মৌসুমে ষষ্ঠ অবস্থানে থেকে লিগ শেষ করেছিল ম্যান ইউ।
এদিন সেরা একাদশ নামিয়েও গোল মিসের মহড়া দিয়েছে ইউনাইটেড। প্রথমার্ধে লুক শ’র শটের বল ফিরে এসেছে বারে লেগে। পল পগবার হেডের বলটি চলে গেছে গোল পোস্টের বাইরে দিয়ে। লিগের শেষ ৫ ম্যাচের মধ্যে তিনটিতেই জয় না পাওয়ার ফলে ইউনাইটেডের সঙ্গে রেকর্ড ১৯ পয়েন্টের ব্যবধান নিশ্চিত করার পথ সুগম হল এরই মধ্যে শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটির। তবে এ জন্য আগামীকাল শেষ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে জয় পেতে হবে পেপ গার্দিওলার শিষ্যদের।
ইউনাইটেডের সাবেক কোচ এলেক্স ফার্গুসন গুরুতর অসুস্থতার মধ্যে পড়ার পর এটি ছিল রেড ডেভিলদের প্রথম ম্যাচ। যে কারণে ক্লাবের ভক্ত সমর্থকরা ৭৬ বছর বয়সি ওই স্কটিশ কোচকে সম্মান প্রদর্শন করেন। এদিন স্টেডিয়ামে তারা বহন করে বিভিন্ন ব্যানার। যেখানে লেখা ছিল,‘ আমরা সবাই অ্যালেক্স ফার্গুসনকে ভালবাসি।’
এদিকে ইউনাইটেডের বিপক্ষে সমতা রক্ষার ফলে ওয়েস্টহ্যামের সুযোগ হয়েছে প্রিমিয়ার লিগের অভিজাত ক্লাবগুলোর সঙ্গে আগামীতেও লড়াই করার। যদিও এখনো তারা পয়েন্ট টেবিলের নীচের দিকেই অবস্থান করছে। রয়েছে ১৫তম অবস্থানে। ক্লাবের কোচ ডেভিন ময়েস বলেন,‘ এটি আমাদের জন্য দারুন অর্জন। ছেলেদের মধ্যে কিছুটা সংশয় তো ছিলই। তবে শেষ পর্যন্ত আমরা পেরেছি। এটি ছিল একটি বড় ক্লাব। তারপরও সমর্থকদের বড় প্রত্যাশা ছিল। শীর্ষ আসরে টিকে থাকার জন্য দলকে আরো উন্নতি করতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ