Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশ ওপেন গলফ পিছিয়ে পড়লেন জামাল

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে শীর্ষে উঠে আসলেও বাংলাদেশ ওপেনের তৃতীয় রাউন্ডে পিছিয়ে পড়লেন জামাল হোসেন মোল্লা। গতকাল কুর্মিটোলা গলফ কোর্সে তৃতীয় দিনের খেলায় তিনটি বার্ডি, দুটি বোগি ও একটি ডাবল বোগি করেন জামাল। তিন রাউন্ড মিলিয়ে পারের চেয়ে সাত শট কম খেলে একজনের সঙ্গে যৌথভাবে সপ্তমস্থানে আছেন গত বিটিআই ওপেনে রানারআপ জামাল। তিনি মোটা-মুটি এগিয়ে লড়াইয়ে থাকলেও তৃতীয় রাউন্ডেও আলো ছড়াতে পারেননি দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। এই রাউন্ডে তিনটি বার্ডি ও দুটি বোগি করেন তিনি। সব মিলিয়ে পারের চেয়ে দুই শট কম খেলে দুই জনের সঙ্গে যৌথভাবে ১৯তমস্থানে আছেন সিদ্দিকুর। তৃতীয় রাউন্ডে একটি বার্ডি ও তিনটি বোগি করা বাদল হোসেনও আছেন এই অবস্থানে। এছাড়া স্থানীয় গলফারদের মধ্যে শাখাওয়াত সোহেল ও সজীব আলি যৌথভাবে ৩৮তম এবং আব্দুল মতিন যৌথভাবে ৪৯তমস্থানে রয়েছেন। তিন লাখ ডলার প্রাইজমানির এশিয়ান ট্যুরের এ টুর্নামেন্টে পারের চেয়ে ১১ শট কম খেলে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জ্যাক হ্যারিসন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ