Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্বর গণহত্যার শিকার রোহিঙ্গারা নোবেলজয়ী তাওয়াক্কল

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সমাবর্তন

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নির্যাতনকে ‘বর্বর গণহত্যা’ আখ্যায়িত করে এ বিষয়ে আন্তর্জাতিক স¤প্রদায়ের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন নোবেলজয়ী মানবাধিকারকর্মী ও সাংবাদিক তাওয়াক্কল কারমান। তিনি বলেন, আন্তর্জাতিক স¤প্রদায়ের উচিত রোহিঙ্গা বিষয়ে দ্রæত বড় কোনো উদ্যোগ নেওয়া। গতকাল (শুক্রবার) নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন বøুতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখছিলেন। বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬ষ্ঠ সমাবর্তন উপলক্ষে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শান্তিতে নোবেলজয়ী তাওয়াক্কল কারমান বলেন, স¤প্রতি আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। সেখানে ১০০ জনের বেশি রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেছি, যারা সবাই মিয়ানমারে ধর্ষণের শিকার। এসব নারী তাদের চোখের সামনে ঘটে যাওয়া বর্বরতার বর্ণনা দিয়েছেন। তাদের কারও বাবা, কারও স্বামী, কারও ভাই, কারও ছেলেকে তাদের চোখের সামনে কেটে হত্যা করা হয়েছে। নির্যাতনের শিকার হয়ে গৃহহারা হয়েছে রোহিঙ্গারা- এটা পুরোপুরি গণহত্যা। তাওয়াক্কল কারমান সিরিয়ার গণহত্যার কথা উল্লেখ করে বলেন, প্রায় পাঁচ লাখ মানুষকে সিরিয়ায় হত্যা করা হয়েছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।
দুটি অধিবেশনে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাতা কামাল আহমদ ও ভিসি প্রফেসর নির্মলা রাওয়ের সভাপতিত্বে আরও বক্তব্য দেন টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইজেলদিন আবুলাইশ, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাজেলদিন ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রামিতা প্যাটেল।
এদিকে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবর্তন উপলক্ষ্যে দুইদিনের অনুষ্ঠান শুরু হয়। এতে অংশ নিয়েছেন জাতিসংঘের কর্মকতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং নোবেলজয়ী তাওয়াক্কল কারমান। প্রসঙ্গত ২০০৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়াসহ ১৫টি দেশের ছাত্রীরা এখানে অধ্যয়ন করছে।



 

Show all comments
  • রোমান ১২ মে, ২০১৮, ২:৩৯ এএম says : 0
    এই ইস্যুতে বিশ্ববাসীকে এক হতে হবে।
    Total Reply(0) Reply
  • আরমান ১২ মে, ২০১৮, ২:৪০ এএম says : 0
    এই বিষয়ে কথা বলায় নোবেলজয়ী মানবাধিকারকর্মী ও সাংবাদিক তাওয়াক্কল কারমানকে ধন্যবাদ জানাচ্ছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ