Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার দুর্ভাগা তামিমের স্কুল

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এই টসভাগ্যে জিতেই সেমিফাইনালে ঠাঁই করে নিয়েছিল তামিম ইকবালের শৈশবের স্মৃতি বিজরিত চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল। এবার সেই প্রকৃতির খেয়ালি আচরনেরই শিকার হতে হয়েছে তাদেরই! মৌলভী বাজারে টানা বৃষ্টির কারনে রিজার্ভ ডে’তেও শেষ হয়নি প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের জাতীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। টস ভাগ্যে ফাইনাল নিশ্চিত করেছে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন দল সুনামগঞ্জের সরকারী জুবিলি হাই স্কুল।
বৃষ্টির বাঁধার পড়ার আগে মৌলভী বাজার জেলা স্টেডিয়ামে আগের দিন ৩১ ওভারে ৫ উইকেটে ১৫২ রান তুলে জুবিলি হাই স্কুল। টানা বর্ষণের কারনে খেলা হয়নি গতকালও। অবশেষে টস ভাগ্যে জয়ী হয় জুবিলি হাই স্কুল। এর আগে বৃষ্টির কারণে এই ভেন্যুর ২ কোয়ার্টার ফাইনালও পন্ড হওল টস ভাগ্যে নির্ধারিত হয় ২ সেমিফাইনালিস্ট।
তবে বৃষ্টির বাঁধা শেষে টাঙ্গাইলে অবশ্য হয়েছে স্কুল ক্রিকেটের অন্য সেমিফাইনাল। যেখান বৃষ্টি আইনে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দল চেহেল গাজী শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজকে ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগের সেরা বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।
আগামী রোববার স্কুল ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ আর সুনামগঞ্জের সরকারী জুবিলি হাই স্কুল। শিরোপা নিষ্পত্তির এই ম্যাচটি হবার কথা ছিল মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তবে টানা বর্ষণে আউটফিল্ড অপ্রস্তুত থাকায় শেষ পর্যন্ত ফাইনাল ভেন্যু নিয়ে যাওয়া হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ