Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন পুলিশ ফুটবল ক্লাব

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে শিরোপা উৎসবে মেতে উঠেছে চট্টগ্রাম জেলা পুলিশ ফুটবল ক্লাব। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ ম্যাচে তারা ২-১ গোলে কল্লোল সংঘকে হারিয়ে প্রথম বিভাগ ফুটবল লীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দল আগামী মৌসুমে প্রিমিয়ার লীগে খেলবে। নিজেদের এ শেষ ম্যাচে জয়ের সুবাদে ৯ খেলায় ২১ পয়েন্ট পেয়েছে। দু’দলের মধ্যেকার এ ম্যাচটিতে খেলার শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে মেতে উঠেছিল খেলোয়াড়রা। ফলে প্রথমার্ধ গোলশূণ্য থাকলেও দ্বিতীয়ার্ধে বৃষ্টি হলে মাঠ ভারী ও পিচ্ছিল হয়ে যায়। এতে কল্লোল সংঘের খেলোয়াড়রা বল নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হওয়ার সুযোগ কাজে লাগায় জেলা পুলিশ। ৫১ মিনিটে বাবলু গোল করে জেলা পুলিশকে এগিয়ে নেয় (১-০)। এরপর ৭৫ মিনিটে সজীব গোল করে ব্যবধান বাড়ায় (২-০)। খেলা শেষ হওয়ার ১০ মিনিট পূর্বে কল্লোল সংঘের রাহুল গোল করে প্রতিদ্ব›িদ্বতায় আসার চেষ্টা করলেও বাকি সময়টুকু জেলা পুলিশের রক্ষণভাগের দৃঢ়তার কারণে কল্লোল সংঘ পরাজয় নিয়ে মাঠ ছাড়ে (২-১)। উল্লেখ্য, গত ১২ এপ্রিল থেকে এ লীগ শুরু হয়। এতে ১০টি দল অংশগ্রহণ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ