Inqilab Logo

বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : শহীদ সন্তানের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে ওই কর্মসূচি পালন করা হয়। এ সময় এক সংক্ষপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সৈয়দপুর কমান্ড ও মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখা মানববন্ধনের ডাক দেয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক জানান, তৎকালীন প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) শহীদ ডা. জিকরুল হকের বড় ছেলে সাবেক পৌর চেয়ারম্যান মোঃ বখতিয়ার কবিরের ওপর স্বাধীনতাবিরোধীরা হামলা চালায়। তাঁকে গত ৫ এপ্রিল স্থানীয় জামে মসজিদের সামনে লাঞ্ছিত করা হয়। যুদ্ধাপরাধী ওই হামলা চালিয়েছে বলে উল্লেখ করেন। হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি। তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদুর রহমান শাহীন, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম টিটু, শহীদ সন্তান মহসিনুল হক, সালাউদ্দিন বেগ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ