রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা : দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার পথে যানবাহনগুলো রীতিমত ভয়ঙ্কর গতির প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। অপরদিকে জাতীয় এ মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, থ্রিহুইলার (মাহেন্দ্র), ইজিবাইকসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচল থেমে নেই। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ সকল দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গু হচ্ছেন শত শত মানুষ। খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীসহ অন্যান্য অঞ্চলের যোগাযোগের প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট। প্রতিদিন অন্তত ৫/৬ হাজার বিভিন্ন যানবাহন এ ঘাট দিয়ে পারাপার হয়। দক্ষিণের বিভিন্ন জেলা-উপজেলার যানবাহনগুলো আলাদা আলাদা মহাসড়ক হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসে এক মহাসড়কে মিলিত হয়। এখান থেকে ১৩ কিলোমিটার দূরে ফেরি ঘাটে পৌঁছে আগে ফেরির নাগাল পেতে চালকেরা এক প্রকার গতির ভয়ঙ্কর প্রতিযোগিতায় লিপ্ত হয়। একইভাবে ফেরি পার হয়ে আসা যানবাহনের চালকেরাও দ্রুত গন্তব্যে পৌঁছাতে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। উভয়মুখী যানবাহনের এ ভয়ানক প্রতিযোগিতায় এ এলাকা সর্বদা মারাত্মক ঝুঁকিপূর্ণ থাকে। একদিকে অতিরিক্ত গাড়ির বেপরোয়া গাতি, অপরদিকে মহাসড়কে অবৈধ থ্রিহুইলার (মাহেন্দ্র), নসিমন, করিমন, ভটভটি, স্যালো চালিত বিভিন্ন যানবাহন নির্বিঘেœ চলাচল করার কারণে এ এলাকায় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেই চলেছে। গত ২৯ মার্চ ট্রাক ও থ্রিহুইলার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হয়। অথচ উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনার পরও মহাসড়কে এ সকল অবৈধ যান চলাচল বন্ধের উদ্যোগ নেয়া হচ্ছে না। এদিকে ১৩ কিলোমিটার এ মহাসড়কের পাশে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স হাসপাতাল, পৌর ভবন, তিনটি কলেজ, ১২টি বিদ্যালয়, ২০/২৫টি বেসরকারি প্রতিষ্ঠান, ৫টি বাজারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। যে কারণে সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ এলাকা দিয়ে চলাচল করতে হয়। গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহ্বুবুর রাব্বানী বলেন, গুরুত্ব বিবেচনায় এ ১৩ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা দরকার। এ প্রসঙ্গে আহলাদিপুর হাইওয়ে থানার ওসি জিএম এমদাদুল হক জানান, গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যে পরিমাণ যানবাহন চলাচল করে সে তুলনায় মহাসড়ক সরু। যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রতিদিনই মামলাসহ দোষীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে বিভিন্ন চাপ উপেক্ষা করে শুধু আজকেই অন্তত বিশটি থ্রিহুইলা আটক করা হয়েছে। এ সকল অবৈধ যানাবাহন বন্ধে অভিযান অব্যাহত আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।