মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের প্রভাবশালী সিনেটর ম্যাক্সাইন ওয়াটার্স দাবি করেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা উচিত। এক টুইটার বার্তায় ম্যাক্সাইন একথা বলেছেন। তিনি বলেন, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনে করেন সব আলোচক ও আমেরিকার বন্ধুদের চেয়ে তিনি বেশি বোঝেন। কিন্তু পরমাণু সমঝোতা থেকে প্রত্যাহারের মাধ্যমে ট্রাম্প আমেরিকাকে আরো বিচ্ছিন্ন করে ফেললেন। ম্যাক্সাইন প্রশ্ন করেন, ‘আমরা কতদিন ট্রাম্পের এই মহা গোয়ার্তুমির শিকার হব?’ তিনি আরো বলেছেন, এর একমাত্র সমাধান হচ্ছে- প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করা। ট্রাম্প মঙ্গলবার বিকেলে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন এবং তার পরপরই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। মার্কিন পদক্ষেপের বিপরীতে রাশিয়া, চীন ও ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলো সমঝোতা রক্ষার ওপর গুরুত্বারাপ করছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ট্রাম্প বিভ্রান্তির শিকার। ওয়াশিংটন পোস্ট।
একাধিক স্বামী, নারীকে পাথর ছুড়ে হত্যা
ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার আল-শাবাব জঙ্গিগোষ্ঠী পরিচালিত একটি আদালত এক নারীকে একাধিক স্বামী থাকার অপরাধে দোষী সাব্যস্ত করার পর পাথর মেরে হত্যা করা হয়েছে। ওই নারীর নাম শুকরি আব্দুল্লাহি ওয়ারসাম। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি ১১ বার বিয়ে করেছেন এবং আগের কোনো স্বামীর সঙ্গেই তার বিবাহ বিচ্ছেদ হয়নি। সোমালিয়ার দক্ষিণাঞ্চলের শহর সাবøালের বাসিন্দারা বলছেন, আল শাবাবের জঙ্গিরা তাকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে তারপর পাথর ছুড়ে হত্যা করেছে। আল-শাবাব শরিয়া আইনের কঠোর ব্যাখ্যা দিয়ে থাকে। সোমালিয়ার একটা বড় অঞ্চল নিজেদের দখলে রেখেছে আল শাবাব এবং দেশটির সরকারকে উৎখাতে প্রায়ই তারা হামলা চালিয়ে থাকে। মোহাম্মদ আবু উসামা নামে আল শাবাবের একজন গভর্নর রয়টার্সকে বলেছেন, শুকরি আব্দুল্লাহির বৈধ স্বামীসহ তার ৯ স্বামীকে আদালতে হাজির করা হয়, তারা প্রত্যেকে শুকরিকে নিজের স্ত্রী বলে দাবি করে। ইসলামিক আইন অনুযায়ী, একজন নারীর একাধিক স্বামী থাকা অবৈধ, তবে পুরুষদের চারটি পর্যন্ত স্ত্রী থাকার বিধান রয়েছে। স্বামী-স্ত্রী উভয়েরই বিবাহ বিচ্ছেদ করার সুযোগ থাকলেও স্ত্রী বিচ্ছেদ চাইলে তাকে স্বামীর সম্মতি চাইতে হবে। স্বামী সম্মতি না দিলে স্ত্রী আদালতে যেতে পারবেন। বিবিসি।
হিজড়াদের অধিকার নিশ্চিতে পাকিস্তানে আইন
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পার্লামেন্ট দেশটির তৃতীয় লিঙ্গের নাগরিকদের (হিজড়া) মৌলিক অধিকার নিশ্চিত করে ও তাদের ওপর নিয়োগদাতা বা বেসরকারি ব্যবসায়ীদের বৈষম্য বন্ধ করতে নতুন এক আইন পাস করেছেন। মানবাধিকার কর্মীরা রক্ষণশীল দেশটির জন্য এই পদক্ষেপটি ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন। খবরে বলা হয়, মঙ্গলবার পার্লামেন্ট সদস্যরা ইসলামাবাদে ‘ট্রান্সজেন্ডার পার্সনস’ (প্রটেকশন অফ রাইটস) অ্যাক্ট শীর্ষক আইন পাসের পক্ষে ভোট দেন। এই আইন অনুসারে কোন নাগরিক নিজেকে পুরুষ বা নারী বা উভয়ের মিশ্রণ হিসেবে চিহ্নিত করতে পারবেন। পাশাপাশি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও শিক্ষা বিষয়ক কাগজপত্রসহ সকল সরকারি কাগজপত্রে ওই পরিচয় নিবন্ধন করার অধিকার পাবেন। নতুন আইন অনুসারে, পাকিস্তানের যেকোন নাগরিককে নিজের ইচ্ছামতো লিঙ্গ প্রকাশের অধিকার দেয়া হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।