Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা নিপীড়নকারীদের শাস্তির প্রতিশ্রুতি রক্ষার আহ্বান

প্রকাশের সময় : ১০ মে, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ১:২৮ এএম, ১১ মে, ২০১৮


ইনকিলাব ডেস্ক : রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে দেওয়া প্রতিশ্রæতি রক্ষার জন্য মিয়ানমারের আহŸান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহŸান জানানো হয়। গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাত লাখের মতো মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংস্থা গুলো মিয়ানমারের সমালোচনা করতে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাপে মিয়ানমার জানায়, দোষীদের শাস্তি দেবে তারা। বুধবার দেওয়া নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া খুবই জরুরি। রাখাইনে তারা দেখেছেন, সেখানে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। বিষয়টিতে খুবই উদ্বিগ্ন তারা। জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের কাজ করার আগ্রহকে সাধুবাদ জানিয়ে নিরাপত্তা পরিষদ জানায়, খুব শিগগিরই স্বচ্ছ প্রক্রিয়ায় প্রত্যাবাসন শুরু হওয়া প্রয়োজন। এর আগে চারটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে, দোষীদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, দ্য গেøাবাল সেন্টার ফর দ্য রিসপন্সিবিলিটি টু প্রটেক্ট ও ফর্টিফাই রাইটস এই অভিযোগ আনে। তারা মিয়ানমারকে রোহিঙ্গা নিপীড়নের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহŸান জানায়। রয়টার্স, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ